Walton Zenx 2 price in Bangladesh; পেরেক মারতে পারবেন, এতই শক্ত!

আমাদের দেশি ব্র্যান্ড Walton লঞ্চ করল তাদের খুবই শক্তপোক্ত একটা ফোন যার নাম Walton Zenx 2। মোটাদাগে এই ফোনটা হলো তাদের জন্য যারা মেজাজ গরম হলে ফোন ছুড়ে মারেন। যারা চান এমন করলেও ফোনের যাতে কিছু না হয় তাদের জন্য Walton Zenx 2 ফোন। চলুন জেনে আসি Walton Zenx 2 price in Bangladesh এবং সাথে আরো অন্যান্য স্পেসিফিকেশনস।

প্রথমেই বলে রাখি খুবই শক্তপোক্ত একটা ফোন। Walton Zenx 2 price in Bangladesh, 4/64GB ভ্যারিয়েন্টের 11000 টাকা।

Walton Zenx 2 price in Bangladesh

Walton Zenx 2 price in BD
(Variant)

                   Price
4/64 GB                 11,000 টাকা

Features                                  
Details
Processor UNISOC T615 (12nm)
Battery 5000 mAh
Charging10W
Display Size 6.8-inch
Display Type IPS LCD
Refresh Rate 120Hz
Resolution Full HD+
Pixel Density 258 PPI 
Peak brightness Unspecified
Storage Type UFS 2.2
Screen Protection Unspecified
Body frame Rear Panel: Plastic built
Body Frame: Plastic built
Camera
Main Camera: 52MP
Depth Sensor: 2MP
Front Camera: 5MP

Sound Dual Stereo speaker
NFC No
Operating System Android 14
3.5mm Headphone jack Yes
IR Blaster sensor No
Network Support 4G
SIM Cards Dual Nano-SIM 
SD Card Support Yes
Fingerprint Sensor Side-mounted
Protection Rating Unspecified 
Video 1080P@30fps

যেসব বিষয় Walton Zenx 2 এই প্রাইসেও ঠিকঠাক দিচ্ছে

এই ফোনটা যেহেতু বাজেট ফোন তাই অনেক সীমাবদ্ধতা থাকবে স্বাভাবিক। তবে এই প্রাইসেও তারা খুশি করার মতো কিছু বিষয় অফার করছে। যেমন 120Hz এর রিফ্রেশ রেট, তারপর ফুল এইচডি প্লাস রেজ্যুলেশন।

আবার স্পিকারের বেলায় Stereo speaker পেয়ে যাচ্ছেন। খুব ভালোভাবেই সাউন্ড এনজয় করতে পারবেন। এর চেয়ে অনেক দামি ফোনেও আজকাল Stereo speaker পাওয়া যায় না। মেইন ক্যামেরাটা 52MP এর। যা বাজেটের তুলনায় ভালো।

এখানে আবার 3.5mm এর হেডফোন জ্যাকটা আছে। ক্যামেরাগুলো দিয়ে 1080P@30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটাও আমার মোটামুটি ঠিক আছে মনে হয়েছে। আবার এক্সটার্নাল এসডি কার্ড লাগিয়ে স্টোরেজ বাড়াতে পারবেন।

যে বিষয়গুলো কমতি আছে Walton Zenx 2-তে

Walton Zenx 2 price in Bangladesh হলো 11000 টাকা। এই দামের একটা স্মার্টফোনে অনেক কিছুই কমতি থাকবে স্বাভাবিক। তবে সবচেয়ে বড় কমতিটা আমার কাছে মনে হয়েছে এটার ব্যাটারি 5000mAh এর। যেখানে চার্জার দেওয়া হয়েছে মাত্র 10W এর। এই চার্জার দিয়ে ফোনটাকে চার্জ করতে আপনার আড়াই ঘন্টার মতো সময় লেগে যাবে। যেটা বর্তমান সময়ের সাথে একদমই বেমানান।

এর প্রাইসের দিকে তাকিয়ে আপনাকে অনেক কিছুই ছাড় দিতে হবে যেমন এটি রান করছে Android 14 এ। অথচ বর্তমান সময়ে Android 15 চলে। যেহেতু কোন মেজর আপডেট আসবে না তাই Android 15 দিয়ে দিলেই পারত।

তাছাড়া Walton Zenx 2 এর কোন আইপি রেটিং নেই। তাই আপনাকে অনেক সাবধানে ব্যবহার করতে হবে যেমন পানিতে ভেজালে চলবে না ইত্যাদি। আবার ফ্রন্ট ক্যামেরাটাও মাত্র 5MP এর। আবার এর প্রসেসরটা একদমই এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। হয়তো দুই তিনটা অ্যাপ একসাথে নিয়ে কাজ করতে পারবেন। এর বেশি না।

তবে যে বিষয়টা সবচেয়ে ভালো সেটা হলো এই ফোনটা ইটের মতো। ইচ্ছে মতো ছুড়ে ফেললেও কিচ্ছু হবে না। তাই বলে আবার এটা দিয়ে ক্রিকেট খেলতে যাবেন না। তবে টাচ রেসপন্স, অ্যাপ ক্লোজ এন্ড ওপেন টাইম ভালো। নেটওয়ার্কিং জনিত কোন সমস্যা নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url