Tecno Camon 40 pro price in Bangladesh। কেনা কি ঠিক হবে?
রিসেন্টলি 2025 এর এপ্রিলে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে Tecno Camon 40 pro, তবে মাত্র একটা ভ্যারিয়েন্ট অর্থাৎ 8/256GB ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে। Tecno-র Camon সিরিজের ফোনগুলো বাংলাদেশে জনপ্রিয় বিশেষ করে এদের ক্যামেরার জন্য, Tecno Camon 40 pro price in Bangladesh।
![]() |
Tecno Camon 40 pro colour variant |
তবে একটি ক্ষেত্রে Tecno-র ফোনগুলোর ব্যাপারে অভিযোগ ছিল যে এখানে Ultra-Wide shooter দেওয়া হয় না।
তবে এবারে Tecno Camon 40 pro, 8MP Ultra-Wide ক্যামেরা সহ এসেছে। চলুন জেনে নেয়া যাক Tecno Camon 40 pro price in Bangladesh।
Tecno Camon 40 pro price in BD (Variant) |
Price |
---|---|
8/128 GB | এই ভ্যারিয়েন্ট অফিসিয়ালি দেশে লঞ্চ হয় নি |
8/256 GB | ২8,000 টাকা |
Features |
Details |
---|---|
Processor | Mediatek Helio G100 Ultimate (পাবজিতে High fps এ তেমন ভালো রেজাল্ট দিবে না + ফ্রি ফায়ারে রেজাল্ট ভালো দিবে। ওভারঅল গেমারদের জন্য এই ফোন রিকমেন্ডেড না) |
Battery | 5200 mAh (মোটামুটি ব্যাটারি ব্যাকআপ পাবেন, হেভি ইউজ করলে মোটামুটি ১ দিন পার করতে পারবেন) |
Charging | 45W, 50% চার্জ 23 মিনিট এবং 100% চার্জ 43 মিনিটে হয়ে যায় টেকনোর দাবি অনুযায়ী |
Display Size | 6.78-inch |
Display Type | AMOLED (HDR Image সাপোর্ট করবে) |
Refresh Rate | 120 Hz |
Screen Protector | Gorilla Glass 7i |
Warranty | 1 Year (গ্রিন লাইন এসে গেলে কাজে Change করতে পারবেন) |
Camera | Main Camera: 50MP + বেশ কিছু AI features Ultra-Wide: 8MP Selfie Camera: 50MP + OIS support |
Speaker | Dual stereo speaker with active noise cancellation |
Operating System | Android 15, HiOS 15 + 3 বছরের Major Update পাওয়া যাবে |
3.5mm Headphone jack | No |
Network Support | 4G |
SIM Cards | Dual Nano SIM |
SD Card Support | No |
Fingerprint Sensor | In-Display |
Protection Rating | IP68/ IP69 |
Video | মেইন ক্যামেরা দিয়ে 2K@30fps ভিডিও করতে পারবেন আর Selfie ক্যামেরা দিয়ে 1080p@30fps |
ডিজাইনের ক্ষেত্রে বলতে গেলে Tecno Camon 40 pro একদমই ফ্ল্যাট বডি ডিজাইনের। খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হয়েছে। একদম ম্যাট ফিনিশড বলতে পারেন।
পাশাপাশি এক্সট্রা গোল্ডেন কালারের একটা বাটন আছে। যেটা মুলত ক্যামেরা অন অফ এবং শাটারের জন্য ব্যবহার করা হয়। যেটা দিয়ে সুপার স্পিডে ছবি তুলতে পারবেন। যেমন একটা চলন্ত ফ্যানের ছবি তুললে দেখবেন ফ্যানকে দাড় করিয়ে দিয়েছে। যারা Street Photography করেন তাদের জন্য এই ফিচারটা বেশ কাজে লাগবে।
IP68 এবং IP69 এর রেটিং থাকায় Tecno Camon 40 pro কে চাইলে পানির নিচে নিয়ে যেতে পারবেন ও একই সাথে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন।
প্রসেসরের ক্ষেত্রে আরো বেটার প্রসেসর দিতে পারত। এখানে যে প্রসেসরটা দিয়েছে সেটা বিশ হাজারের আশেপাশে অনেক ফোনেই পাওয়া যায়। যার কারণে হেভি গেমারদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড না।
মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে সাত আটটা এপ্লিকেশন একই সাথে ব্যবহার করতে পারবেন। হেভি হলেও সমস্যা নেই।
ওভারঅল, Tecno Camon 40 pro price in Bangladesh এর দামটা আরো কম হলে বেটার ছিল। 28000 টাকার একটা ফোনে প্রসেসর এবং ব্যাটারি আরো ভালো দেওয়া উচিত ছিল।
Tecno Camon 40 pro FAQs
1. Tecno Camon 40 pro এর বাংলাদেশে দাম কত?
Tecno Camon 40 pro এর 8/256GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম 28,000 টাকা।
2. Tecno Camon 40 pro কখন বাজারে এসেছে?
বাংলাদেশে Tecno Camon 40 pro লঞ্চ হয়েছে 2025 এর 10 এপ্রিল।
3. Tecno Camon 40 pro কি 5G সাপোর্ট করে?
না, ফোনটি 4G সাপোর্টেড। তবে Tecno Camon 40 pro 5G নামে আলাদা আরেকটি মডেল আছে যা বাজারে 35,000 টাকায় পাওয়া যায় এবং এটি 5G সাপোর্ট করে।
4. Tecno Camon 40 pro এর ডিসপ্লে এবং রিফ্রেশ রেট কেমন?
6.78 ইঞ্চি এর AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 120Hz।
5. এর ক্যামেরা স্পেসিফিকেশনস কি?
মেইন ক্যামেরা: 50MP (OIS + PDAF), 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা: 50MP
6. ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং কেমন?
5200mAh এর ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
7. Tecno Camon 40 pro এর IP Rating কেমন?
এটি IP68/69 সাপোর্টেড এবং স্ক্রিন প্রোটেক্ট করছে Gorilla Glass 7i।
8. প্রসেসর ও RAM কেমন?
প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 7300 এবং RAM তথা স্টোরেজ 256GB। কোন MicroSD card স্লট নেই।