Poco M7 5G price in Bangladesh; প্রসেসর ও স্পিকার সেরা, কিন্তু!
রিসেন্টলি 2025 এর মার্চে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়েছে Poco M7 5G, বিশেষ করে Redmi এর ফোনগুলো বাংলাদেশ মার্কেটে খুবই জনপ্রিয়। Poco M7 ও মিডরেঞ্জে মার্কেটে এসেছে, অর্থাৎ ক্রয়ক্ষমতার ভিতর আছে। চলুন দেখে নেই Poco M7 price in Bangladesh।
![]() |
Xiaomi Poco M7 colour variant |
Poco M7 price in BD (Variant) |
Price |
---|---|
8/128 GB | 17,500 টাকা |
Features |
Details |
---|---|
Processor | Qualcomm Snapdragon 4 gen 2, 4nm (এই প্রাইসে প্রসেসরটা স্পেশাল + পাবজি, ফ্রি ফায়ার একটু লো-সেটিংসে খেলতে হয় + তেমন হিট হয় না) |
Battery | 5160mAh (একদিনের সামান্য বেশি পার করতে পারবেন) |
Charger | 18W |
Display Size | 6.88-inch |
Display Type | IPS LCD Panel + 600nits pick brightness (ইনডোরে ঠিক আছে, তবে আউটডোরে গেলে একটু সমস্যায় পড়তে হয়) |
Refresh Rate | 120Hz |
Display Resolution | HD+ (অনেক কমতি, এই লো রেজ্যুলেশন হলে Poco M7 এর প্রাইস আরো কম রাখা উচিত ছিল) |
Screen Protector | Gorilla Glass |
Body Frame | Plastic-built |
Camera | Main Camera: 50MP Depth Sensor: 2MP Front Camera: 8MP (ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স ততটা ভালো নয় তবে এই প্রাইস রেঞ্জে এটাই প্রত্যাশিত) |
Speaker | Stereo speaker (সাউন্ড খুব ভালো, লাউড এবং ক্লিয়ার) |
Operating System | Android 14 (+ 2 year major update), HyperOS |
3.5mm Headphone jack | Yes |
Network Support | 5G/4G |
SIM Cards | Dual Nano SIM |
SD Card slot | Yes |
Fingerprint Sensor | Side-mounted in Power button |
Video | 1080P@30fps এ video রেকর্ড করতে পারবেন |
সর্বোপরি Poco M7 price in Bangladesh মিডরেঞ্জে হওয়ায় অনেকেরই কেনার সাধ্যের মধ্যে আছে। 17,500 টাকায় আমি যদি Poco M7 এর সুবিধাজনক দিকগুলোর কথা বলি তাহলে এখানে খুবই ভালো মানের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেখানে এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে আমরা বেশিরভাগ Mediatek এর প্রসেসরগুলো দেখি।
এরপর আরেকটা ভালো দিক হলো এর স্পিকার। Poco M7 এ Stereo speaker ব্যবহার করা হয়েছে যেটা খুবই লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়। আবার 120Hz এর হাই রিফ্রেশ রেট পাওয়া যাচ্ছে।
তবে এর কমতির জায়গা অনেক। প্রধান কমতির জায়গা হলো এর ডিসপ্লের 'HD+' রেজ্যুলেশন। যেখানে অনেক কম দামি ফোনেও এখন 'Full HD+' রেজ্যুলেশন পাওয়া যায়। এই রেজ্যুলেশনের ডিসপ্লেই যদি দিত তাহলে দাম আরো কম রাখা উচিত ছিল।
পাশাপাশি Poco M7 এর ডিসপ্লে 'LCD প্যানেল'। AMOLED প্যানেল হলে আরেকটু ভালো হতো। তবে এলসিডি ডিসপ্লে হলেও বেটার কালার প্রডিউস করতে পারে।
পাশাপাশি Poco M7 5G এর ক্যামেরা সেকশনে আরেকটু উন্নতি করতে পারত। Dynamic range এর ছবিগুলো খুব একটা ভালো আসছিল না। লো-লাইটের ইমেজগুলো একদমই ভালো আসছিল না। অর্থাৎ রাতে ছবি তুলতে গেলে লাইট কম থাকলে ছবি ভালো আসবে না। তবে দিনে প্রোপার লাইটিং কন্ডিশনে বেশ কালারফুল এবং ভাইব্রেন্ট ছবি তুলে।
Poco M7 5G এর আরেকটি কমতির জায়গা আছে। সেটা হলো এটি রান করে Android 14-এ। আজকাল অধিকাংশ ফোনের Operating system, Android 15 ছাড়া দেখা যায় না।
তবে সর্বোপরি মিলিয়ে আপনি যদি গেমার বা প্রফেশনাল লেভেলের ইউজার না হোন, বা যদি শুধু স্বাভাবিক কাজকর্ম যেমন ইউটিউবিং, ফেসবুকিং, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদির জন্য Poco M7 নিতে চান তাহলে হতাশ হবেন না। কারণ এর প্রসেসর ভালো।