Motorola Edge 60 stylus price in Bangladesh; সাথে Stylus pen!

বাংলাদেশ মার্কেটে খুবই ব্যতিক্রমী এবং আলাদা ধরনের বিশেষত্ব নিয়ে এসেছে Motorola Edge 60 stylus। মাত্র 36000 টাকায় Motorola Edge 60 stylus দিচ্ছে Stylus pen যেটা এক দেড় লাখ টাকার ফোন যেমন Samsung S25 বা Galaxy Note বা এধরনের ফোনে থাকে। চলুন তাহলে দেখে নেয়া যাক আরো অন্যান্য Motorola Edge 60 stylus specifications এবং Motorola Edge 60 stylus price in Bangladesh

Motorola Edge 60 stylus price in Bangladesh

তবে ফোনটা নিতে চাইলে আপনার ভালো খারাপ সব তথ্যই প্রয়োজন। সেজন্য এই আর্টিকেলের সব তথ্যই পড়ে যাচাই করবেন।


Motorola Edge 60 stylus price in BD (Variant)

Price
8/256 GB 36,000 টাকা

Features                                  
Details
Speciality Stylus pen
Processor Qualcomm snapdragon
7s gen2
Battery 5000 mAh 
Charging68W + 15W wireless charging
Display Size 6.7-inch
Display Type P-OLED panel, H
DR+ support,
1B colour support
Refresh Rate 120Hz
Peak Brightness 3000nits
Body Frame Silicon-polymer backshell + plastic body
Screen Protector Gorilla Glass 3 (একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করলে ভালো)
Camera Main Camera: 50MP (Sony LYT 700C sensor)
Ultra-wide: 13MP
Front Camera: 32MP
Speaker Dual stereo + লাউড এবং ক্লিয়ার সাউন্ড 
Operating System Android 15 (+ 2 year major update), Hello UI
3.5mm Headphone jack Yes
Network Support 4G/5G
SIM Cards Dual Nano SIM
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP 68 + Military grade certification (অর্থাৎ বেশ শক্ত ফোন, হাত থেকে পড়লেও কিছু হবে না)
Video দুই ক্যামেরা দিয়েই 4K@30fps এ ভিডিও করতে পারবেন
Storage Type UFS 2.2

Motorola Edge 60 stylus এর বিশেষত্ব কি?

যেমনটা প্রথমে বললাম এই ফোনটার বিশেষত্ব হলো Stylus pen। মাত্র 36000 টাকায় Stylus দিচ্ছে Motorola Edge 60 stylus। সেজন্য ওরা ফোনের নামের শেষেও Stylus যোগ করে দিয়েছে। তবে আমার মনে হয় Motorola Edge 60 stylus price in Bangladesh একটু বেশিই আছে। আরো কিছু দিন গেলে দাম কমবে। তাই কম দামে নিতে চাইলে অপেক্ষা করেন।

আবার স্টাইলাসটা শুধুমাত্র এই ফোনেই কাজ করে এবং বেশ রেসপনসিভ। খুব সাবলীলভাবেই আপনি চাইলে ড্রইং বা ইত্যাদি করতে পারেন। কিন্তু অন্যান্য ডিভাইসে কাজ করছে না। এমনকি Motorola-র আরেকটা ফোন Motorola Edge 60 fusion-এও এই স্টাইলাসটা কাজ করছে না। এটা আমাকে বেশ অবাক করে দিয়েছে।

আপনি ইউটিউবার হয়ে থাকলে ভিডিও-র থাম্বনেইল গুলো চাইলে এই Stylus pen দিয়েই ডিজাইন করতে পারেন। আবার কিছু একটা ড্রইং করে সেটা AI দিয়ে জেনারেট করতে পারেন। তারপর আপনি খাতায় যেভাবে লিখেন সেভাবে এটি দিয়ে লিখে লিখে ক্যালকুলেট করতে পারছেন ইত্যাদি।

Motorola Edge 60 stylus এর ডিজাইন কেমন?

Motorola Edge 60 stylus এর ব্যাকশেল অর্থাৎ পেছনের পার্টটা Silicon polymer। খুব ফিনিশড এবং প্রিমিয়াম। তবে ওরা ক্যামেরা কাটআউটটা পরিবর্তন করে না। মটোরোলার অন্যান্য সব ডিভাইসে যেমন থাকে এখানেও ঠিক তেমনই।

তবে বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি এবং ডিসপ্লে প্যানেলটা ফ্ল্যাট প্যানেল অর্থাৎ সবদিকে সমান, কার্ভড না।

ফোনটার উপর, নিচ এবং সাইড তিনদিকেই মাইক্রোফোন আছে। তবে স্টাইলাসের জন্য আলাদা পোর্টস থাকার কারণে পোর্টস একটু বেশি মনে হবে আপনার।

Motorola Edge 60 stylus এর প্রোটেকশন কেমন?

ফোনটিতে রয়েছে IP68 এর রেটিং। বর্তমানে সর্বোচ্চ রেটিং হলো IP69। IP68 রেটিং এর ফোনগুলোকে আপনি পানিতে ভেজান বা না ভেজান অন্তত একটা সুবিধা'তো পাবেন সেটা হলো, দীর্ঘদিন ব্যবহারের পর অনেক সময় ফোনে সামান্য ময়লা জমে বা ধুলাবালি একটু বেশি হয়ে জমে থাকে। সেক্ষেত্রে এসব ডাস্ট থেকে খুব ভালোমত প্রোটেকশন পাবেন।

Motorola Edge 60 stylus এর ডিসপ্লে কেমন?

যেহেতু Motorola-র ডিভাইস তাই ওরা AMOLED প্যানেলকে আলাদাভাবে নাম দেয় P-OLED panel । ঠিক এই ফোনের Display টাও 120Hz এর। আবার 1 Billion colour সাপোর্ট করে। আর অন্যান্য স্পেসিফিকেশনতো উপরের টেবলেই দেখেছেন।

ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট এবং আউটডোরে ব্যবহার করেও কোন সমস্যা দেখা যায় নি।‌‌ তবে ভিডিও দেখার বেলায় সামান্য reflection দিচ্ছিল। কালারটা একটু vibrant দেখাচ্ছিল। এই আর কি। তবে 120Hz refresh rate ঠিকই আছে।

Motorola Edge 60 stylus এর প্রসেসর কেমন?

প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7s gen2 । তবে এই প্রসেসরটা স্ট্যান্ডার্ড প্রসেসর হলেও এই প্রাইস রেঞ্জের ফোনে মোটেও নতুন প্রসেসর না। এর আগের অনেক ফোনেও আমরা এই প্রসেসরটা দেখেছি।

দৈনন্দিন বিভিন্ন এপস ব্যবহার অর্থাৎ মাল্টিটাস্কিং এটা দিয়ে খুব ভালোমতই চালিয়ে নিতে পারবেন। আবার গেমিংয়েও মোটামুটি ভালো পারফরম্যান্স পাবেন। অন্যদিকে এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না। খুব সুন্দরমতো কাজ চালিয়ে নিতে পারবেন Snapdragon 7s gen2 প্রসেসরটা দিয়ে।

ব্যাটারি, স্পিকার‌ ইত্যাদি ঠিক আছে?

Motorola Edge 60 stylus এ Dual Stereo speaker দেওয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং ক্লিয়ার। 5000mAh এর ব্যাটারির 68W চার্জার আছে। আবার 15W এর wireless charging ও সাপোর্ট করে এটি। এরকম ছোট ছোট কিছু ব্যাপার Motorola Edge 60 কে ইউনিক করে তুলেছে তার একই প্রাইসের অন্যান্য ফোনগুলোর তুলনায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url