Tecno Spark 40 pro price in Bangladesh; 1.5K রেজ্যুলেশনের ডিসপ্লে!
Tecno লঞ্চ করল তাদের এমন একটি ফোন যা মোটামুটি কম দামে বলা যায় সবকিছুই অফার করছে। হ্যা ঠিকই শুনেছেন, ডিভাইসটি হলো Tecno Spark 40 pro। প্রথমেই এক ঝলক বলে রাখি Tecno Spark 40 pro price in Bangladesh ২০,০০০ টাকা এবং এই প্রাইসেই ফোনটি অফার করছে 144Hz রিফ্রেশ রেট এবং 1.5K প্যানেলের ডিসপ্লে, সেই সাথে 4500 nits পিক ব্রাইটনেস। এতটুকু জানার পর দৌড় দিয়ে চলে যাবেন না।
কারণ Tecno Spark 40 pro এর এরকম সুবিধা যেমন আছে তেমনি কিছুটা কমতিও আছে। চলুন Tecno Spark 40 pro price in Bangladesh জানার পাশাপাশি এর কমতিগুলো অর্থাৎ ভালো খারাপ সব তথ্যই জেনে নেওয়া যাক।
Tecno Spark 40 pro price in BD (Variant) |
Price |
---|---|
8/128 GB | 20,000 টাকা |
Features |
Details |
---|---|
Processor | Mediatek Helio G100 Ultimate |
Battery | 5200 mAh |
Charging | 45W |
Display Size | 6.78-inch |
Display Type | AMOLED |
Refresh Rate | 144Hz + 1B colour support |
Resolution | 1.5K |
Pixel Density | 440 PPI |
Peak brightness | 4500 nits |
Screen Protector | Corning Gorilla Glass 7i |
Body frame | Rear Panel: Plastic built Body Frame: Plastic built |
Camera | Main Camera: 50MP Front Camera: 13MP |
Sound | Stereo speaker |
NFC | Yes + Freelink feature |
Operating System | Android 15, HiOS 15.1 |
3.5mm Headphone jack | Yes |
IR Blaster sensor | Yes |
Network Support | 4G |
SIM Cards | Nano-SIM |
SD Card Support | Yes |
Fingerprint Sensor | Under-display |
Protection Rating | IP64 |
Video | 2K@30fps |
Tecno Spark 40 pro price in Bangladesh হলো 20,000 টাকা। নিরপেক্ষভাবে বলতে গেলে 20,000 টাকায় আশানুরূপের চেয়েও ভালো কিছুই অফার করছে Tecno Spark 40 pro। চলুন জেনে আসি সেসব কি কি।
Tecno Spark 40 pro এমন কি দিচ্ছে যা দামের চেয়ে বেশি!
প্রথমেই তো আসে ডিসপ্লের কথা যা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ফোনেই দেখা যায়। অথচ Tecno Spark 40 pro এই প্রাইসে এটা অফার করছে। ফোনটি যথেষ্ট স্লিম এবং thickness খুবই কম।মাত্র 6.69mm। এই লেভেলের স্লিম একটা ফোনে আপনারা 3.5mm Headphone jack পেয়ে যাচ্ছেন যা অবাক করার মতো।
ডিসপ্লের ভিউ খুবই শার্প এবং অ্যাকুরেট, তবে কালারটা একটু বুস্ট আপ। অন্তত বিশ হাজার টাকায় সেরা ডিসপ্লে অফার করছে Tecno Spark 40 pro। স্টোরেজ রয়েছে 128GB, তবে আলাদা করে MicroSD কার্ড ব্যবহারের সুযোগ আছে।
আবার lag free ভাবে ইউটিউবে HDR কন্টেন্ট প্লে করতে পারবেন।
অন্যদিকে প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G100 Ultimate। আসলে এই ধরনের প্রাইসের ম্যাক্সিমাম ফোনেই প্রসেসরটা দেখা যায়। এক ধরনের জাতীয় প্রসেসরই বলতে পারেন। এর পারফরম্যান্স নিয়ে নতুন করে বলার কিছুই নেই। রেগুলার ইউজে মানানসই পারফরম্যান্স দেয়।
তবে এই ফোনটা স্লিম হওয়ার কারণে ভেতরের সবকিছুই খুবই কাছাকাছি অবস্থান করে যার কারণে একটু বেশিই হিট জেনারেট করে। চার্জ হওয়ার সময়ও হিটটা বুঝা যায়। মাল্টিটাস্কিংয়ে Tecno Spark 40 pro খুব ভালো আউটপুট দেয়। একই সাথে পাঁচ ছয়টা অ্যাপ নিয়ে কাজ করা যায়।
গেমিং নিয়ে বললে, এই ডিভাইসে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম গুলো প্লে করা যায়। কিন্তু এটা আসলে গেমিং সেন্ট্রিক ডিভাইস না। এমনি মাঝে মাঝে শখের গেমিং চাইলে করতে পারেন। তবে ডেডিকেটেডলি গেমিং এর জন্য Tecno Spark 40 pro না।
তবে এখানে Tecno'র AI Remote এর ফিচারগুলো রয়েছে। আবার Freelink ফিচারও আছে। পেয়ে যাচ্ছেন Stereo স্পিকার। মোটামুটি বলা যায় 20,000 টাকা প্রাইসে out of the mark অনেক কিছুই দেয়ার ট্রাই করছে Tecno এই ডিভাইসে।