Tecno Spark 40 pro plus price in Bangladesh; ডিসপ্লে ও চার্জিং সিষ্টেম সেরা!

মাত্র 6.49mm এর ফোন Tecno Spark 40 pro plus, এতটাই স্লিম। আবার খুবই হালকা ওজনের, মাত্র 160 গ্রাম। হাতে ধরলে মনে হবে যেন খুবই সিম্পল কিছু ধরে রেখেছেন। টেকনোর স্পার্ক সিরিজ খুব রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়। এবার এই সিরিজেরই Tecno Spark 40 pro plus নিয়ে হাজির টেকনো। চলুন জেনে আসি Tecno Spark 40 pro plus price in Bangladesh

তাছাড়া Tecno Spark 40 pro plus price in Bangladesh জানার সাথে সাথে স্পেশাল কিছু ফিচারস আপনারা জানবেন। যা স্পেকস টেবিলের পরেই আছে। তবে এই ফোনটা নেওয়ার আগে এর কমতিগুলো জানা আপনার প্রয়োজন। চলুন জেনে আসি Tecno Spark 40 pro plus এর ভালো খারাপ সব তথ্য।

Tecno Spark 40 pro plus price in Bangladesh

Tecno Spark 40 pro plus price in BD (Variant)

Price
8/256 GB 25,000 টাকা

Features                                  
Details
Processor Mediatek Helio G200
Battery 5200 mAh
Charging45W, 30W wireless charging + bypass charging
Display Size 6.78-inch
Display Type Curved AMOLED Panel 
Refresh Rate 144Hz
Resolution 1.5K
Pixel Density 395 PPI
Peak brightness 4500 nits
Storage Type UFS 2.2
Screen Protector Corning Gorilla Glass 7i
Body frame Rear Panel: Plastic built
Body Frame: Plastic built
Camera
Main Camera: 50MP (EIS, OIS)
+ Auxiliary Sensor
Front Camera: 13MP

Sound Stereo speaker
NFC No
Operating System Android 15, HiOS 15
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Network Support 4G
SIM Cards Nano-SIM 
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP64
Video 4K@30fps

টেকনো দাবি করছে এই ফোনটা 1.5 মিটার ওপর থেকে ফেললেও কিছু হবে না। আসলেই কিছু হয় নি। তবে আবার ইচ্ছাকৃতভাবে ফ্লোরে ফেলতে যাবেন না। হয়তো ভেঙ্গেও যেতে পারে।

প্রসেসরের ব্যাপারে বলতে গেলে Tecno Spark 40 pro plus এ ব্যবহার করা হয়েছে MediaTek Helio G200। মোটামুটি ভালো মানের একটি প্রসেসর, 6nm এর। দৈনন্দিন জীবনে অর্থাৎ প্রত্যেকদিন যে রেগুলার ইউজ করবেন যেমন ফেসবুকিং, ইউটিউবিং ইত্যাদিতে কোন সমস্যা হবে না। খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন। একদমই যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর বা একদমই যে লো লেভেলের প্রসেসর তেমনও না।

তবে গেমিং করতে গেলে একটু প্রেশার দেয় ফোনের ওপর। আবার অনেকটা হিটও জেনারেট করে। অ্যাপ ওপেন আর ক্লোজ করতেও একদমই কম সময় নেয়। একই সাথে চারটা পাঁচটা অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন।

তবে Tecno Spark 40 pro plus মোটেও গেমিং ডিভাইস না। তবে শখের গেমিং চাইলে করতে পারেন। মাঝেমধ্যে লো সেটিংসে পাবজি খেললেন, আপনি যদি শুধুই ফ্রি ফায়ার খেলেন তাহলে এটি রিকমেন্ড করা যেতে পারে। ফ্রি ফায়ারে ভালো রেজাল্ট দেয়। তবে হাই সেটিংসে পাবজি খেললে খুব ভালোই হিট জেনারেট করে।

ক্যামেরা নিয়ে বেশী কিছু বলার দরকার নেই। স্পেশালি ক্যামেরার জন্য টেকনোর আলাদা Camon সিরিজের ফোনগুলো আছে। ঐসব ফোনেই ক্যামেরার দিকে বেশ ফোকাস দেওয়া হয়েছে। এখানে ক্যামেরা সেটআপ বলতে আছে মেইন ক্যামেরা 50MP এর এবং সাথে একটি অক্সিলিয়ারি সেন্সর।

দিনের আলোতে ছবি মোটামুটি ভালোই দেয়। রাতে কম আলোতেও EIS এবং OIS থাকার কারণে সন্তুষ্ট করতে পারে এমন ছবিই দেয়। তবে ক্যামেরার শার্পনেস এবং ডিটেইলস ভালো। Exposure-ও ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K@30fps এ। তবে Tecno Spark 40 pro plus এর ক্যামেরা এভারেজ মানেরই।

তবে Tecno Spark 40 pro plus এর একদমই সেরা হলো এর পুরো চার্জিং সিস্টেমটা। 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে, আবার 30W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই প্রাইসের ফোনে 30W এর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করা একটা বিশাল ব্যাপার। এমনকি এই ফোনটা Bypass charging ও সাপোর্ট নেয়। অর্থাৎ চার্জে লাগিয়েও ফোন চালাতে পারবেন।

তাছাড়া ক্যামেরায় বেশকিছু AI এর ফিচারও আছে। তবে সাউন্ড কোয়ালিটি নিয়ে সামান্য সমস্যা আছে। আবার এই প্রাইসে ওরা ডিসপ্লেটা অসম্ভব ভালো দিচ্ছে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url