Oneplus Nord 5 price in Bangladesh; Snapdragon 8s Gen 3 প্রসেসর!

অফিসিয়ালি Oneplus বাংলাদেশে লঞ্চ করে দিল তাদের Oneplus Nord 5 ফোন। অফিসিয়াল মার্কেটে এই ফোনটি একটি খেলোয়াড় হতে যাচ্ছে বিশেষ করে এর প্রসেসরের জন্য। চলুন জেনে আসি Oneplus Nord 5 price in Bangladesh এবং এই প্রাইসে এই ফোনটি কি কি অফার করছে। অবশ্য এর কিছু কমতিও আছে।
Oneplus Nord 5 price in Bangladesh


Oneplus Nord 5 price in BD
(Variant)

Price
12/ 512GB 54,000 টাকা

Features                                  

Details
Processor Snapdragon 8s Gen 3 
Battery 6800 mAh
Charging80W
Display Size 6.83-inch
Display Type Swift AMOLED panel
Refresh Rate 144Hz + 1B colour support
Resolution HDR
Pixel Density 450 PPI
Peak brightness 1800 nits
Storage Type UFS 3.1
Screen Protector Gorilla Glass 7i
Body frame
Rear Panel: Frosted glass
Body Frame: Plastic built
Camera
Main Camera: 50MP +OIS
Ultra-Wide: 8MP
Front Camera: 50MP

Sound Dual Stereo speaker 
NFC Yes
Operating System Android 15, OxygenOS 15
+ 4 years major update
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Network Support 4G/5G
SIM Cards Dual Nano-SIM 
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP65
Video 4K@60fps

Oneplus Nord 5 কেন নিবেন?

Oneplus Nord 5 প্রাইস ইন বাংলাদেশ অর্থাৎ এই প্রাইস পয়েন্টে আরো অন্যান্য অফিসিয়াল ডিভাইসের সাথে তুলনায় যদি বলতে হয় তাহলে এখানকার বেস্ট হলো প্রসেসর। ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 । যা মূলত ফ্ল্যাগশিপ ফোনেই ব্যবহার করা হয়। সময়ের সেরা একটি প্রসেসর বলা চলে।

দৈনিক ব্যবহার, গেমিং, ফেসবুকিং, ইউটিউবিং এসব ক্ষেত্রে খুবই চমৎকার রেজাল্ট দিবে এই ফোনটি শুধুমাত্র Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসরটি থাকার কারণে। তাছাড়া হেভি গেমিং এর সময়ও অনেক বেশি হিট জেনারেট করবে না। অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি একসাথে ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে পারবেন।

এর পছন্দনীয় আরেকটি বিষয় হলো বিশাল বড় 6800mAh এর ব্যাটারি। যাকে চার্জ করার জন্য আছে 80W এর চার্জার। ফুল চার্জ করতে সময় লাগবে 57 মিনিটের মতো। আবার 10W রিভার্স চার্জিংও সাপোর্ট করে। অর্থাৎ চার্জে লাগিয়েও ব্যবহার করতে পারবেন। পুরো দিন ব্যবহার করার পরও দেখবেন 20 বা 25% চার্জ থেকে গিয়েছে।

ডিসপ্লে সেকশনও খুবই চমৎকার। 144Hz এর হাই রিফ্রেশ রেট এবং 1B কালার সাপোর্ট করে। যেখানে HDR resolution আছে। খুবই স্মুথ একটি ডিসপ্লে যার নাম দেওয়া হয়েছে Swift AMOLED প্যানেল। পিক ব্রাইটনেস 1800nits। অর্থাৎ আউটডোরে ব্যবহারেও সমস্যা হবে না। ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass 7i। খুবই শক্তপোক্ত প্রোটেকশন বলা যায়।

Oneplus Nord 5 ফোনের কমতি

Oneplus Nord 5 price in Bangladesh অনুযায়ী ফোনটির কিছু কমতিও আছে। যেমন এখানে দেওয়া হয়েছে Storage type 3.1। অথচ এই প্রাইস রেঞ্জের একটি ফোনে UFS 4.1 দেওয়া উচিত ছিল।

আবার এর IP rating 65। অথচ IP68/69 রেটিং এখনকার এই প্রাইসের স্মার্টফোনগুলোর ট্রেন্ড। আবার আলাদাভাবে মেমোরি কার্ড ব্যবহারের অপশনও থাকছে না।

সবচেয়ে বড় কমতি হলো এর ক্যামেরায়। এখানে কোন টেলিফটো লেন্স নেই। অথচ এই প্রাইসের অন্যান্য অফিসিয়াল ফোনগুলোতে টেলিফটো লেন্স দেখা যায়। আবার মাত্র 8MP এর আল্ট্রা ওয়াইড রয়েছে। যেখানে আরো বেশি দেওয়া উচিত ছিল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url