VIVO X200 FE price in Bangladesh; প্রসেসর আর ক্যামেরা সেরা!
VIVO X200 FE price in BD (Variant) |
Price |
---|---|
12/512 GB | 87,000 টাকা |
Features |
Details |
---|---|
Processor | Mediatek Dimensity 9300+ (4nm) |
Battery | 6500 mAh |
Charging | 90W |
Display Size | 6.31-inch |
Display Type | LTPO AMOLED |
Refresh Rate | 120Hz + 1B colour support |
Resolution | HDR+ |
Pixel Density | 460 PPI |
Peak brightness | 5000 nits |
Storage Type | UFS 3.1 |
Screen Protector | Shield Glass Protection |
Body frame | Rear Panel: Glass built Body Frame: Aluminum built |
Camera | Main Camera: 50MP +OIS Telephoto: 50MP (OIS, 3x optical zoom) Ultra-Wide: 8MP Front Camera: 50MP |
Sound | Stereo speaker |
NFC | Yes |
Operating System | Android 15, FunTouchOS 15 (4 years major update) |
3.5mm Headphone jack | No |
IR Blaster sensor | Yes |
Network Support | 4G/5G |
SIM Cards | Nano-SIM |
SD Card Support | No |
Fingerprint Sensor | Under-display |
Protection Rating | IP68/69 |
Video | 4K@60fps |
VIVO X200 FE price in Bangladesh হলো 87,000 টাকা। দাম দেখেই বুঝতে পেরেছেন অনেকটাই ফ্ল্যাগশিপ লেভেলের এটি। চলুন জেনে আসি ফ্ল্যাগশিপ লেভেলে কি কি অফার করছে এটি।
VIVO X200 FE এর সেরা ফিচারগুলি; যে কারণে কাস্টমার কিনবে!
যেহেতু এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস তাই অনেকেই ক্যামেরার দিকে বেশি নজর দিবে। চলুন ক্যামেরা নিয়েই কথা বলা যাক।
VIVO X200 FE এর ক্যামেরা কেমন
বেশ কালারফুল এবং পপড আপ টাইপের ছবি দেয়, তবে খুব বেশি Saturated নয়। এক ধরনের রেডি টাইপ ছবি বলতে পারেন, এ ধরনের ছবিগুলোকে খুব একটা এডিটের প্রয়োজন পড়ে না। Daylight condition এ বেশ ভালো শার্পনেস এবং details ধরে রাখতে পারে।
ছবির Dynamic range বেশ wider। এক ধরনের প্রসেসড ছবি হিসেবেই আপনার মনে হবে। Exposure balance খুবই ভালো। তবে সামান্য vibrant color এড করে ছবিতে।
Low light condition এর ইমেজের ব্যাপারে বলতে গেলে কালার একটু বেশি বাড়িয়ে দেয়, তবে crisp টাইপের ছবি পাবেন। নাইট মোড অন করে নিলে আরো বেটার ইমেজ পাবেন।
প্রায় পাঁচটি ফোকাল লেন্থে পোট্রেইট মোডের ছবি নেওয়া যাবে। আবার 3x অপটিক্যাল জুমও আছে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো, আপনার কাছে আর্টিফিশিয়াল মনে হবে না। তবে Ultra-Wide শ্যুটার 8MP না দিয়ে 12MP দিতে পারত, যেটা একটু কমতি মনে হয়েছে আমার।
ভিডিও রেকর্ডিং এবং স্ট্যাবিলিটি খুবই ভালো, সর্বোচ্চ 4K@60fps এ ভিডিও রেকর্ড করা যায়। আবার রেকর্ডিংয়ের সময় মাইক্রোফোন যথেষ্ট ভালো সাউন্ড রেকর্ড করে।
VIVO X200 FE এর পারফরম্যান্স কেমন
প্রথমেই বলি এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 9300+, খুবই পাওয়ারফুল একটা প্রসেসর।যাকে কম্পেয়ার করা যায় Qualcomm Snapdragon 8s Gen 3 এর সাথে। বরং MediaTek Dimensity 9300+ এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকে। তো বুঝতেই পারছেন এটা আসলে কোন জায়গার একটা প্রসেসর।
তাছাড়া FunTouchOS খুবই ক্লিন একটা UI। এনিমেশন থাকলেও খুব একটা ভারি না এই UI। খুবই স্মুথ এবং বলা যায় সেরা পারফরম্যান্স দেয়, Day to day লাইফে চমৎকার রেজাল্ট দিচ্ছিল VIVO X200 FE। প্রয়োজনীয় সমস্ত ফিচারস আছে।
অ্যাপ ওপেন এবং ক্লোজ টাইম যথেষ্ট ফাস্ট। নরমাল ইউজে খুব একটা গরম হয় না। একই সময়ে অনেক অ্যাপ্লিকেশন নিয়ে একসাথে কাজ করতে পারবেন। RAM management যথেষ্ট ভালো ।
তবে VIVO X200 FE গেমিং এর জন্য আদর্শ ডিভাইস না। গেমিং এর সময় খুব ভালোমতোই হিট জেনারেট করছিল। যেটা কেস ছাড়া ব্যবহার করলেই বুঝবেন। ফিল করতে পারবেন। প্রায় ২৫ মিনিট গেমিংয়েই এটি প্রায় 41°C এর মতো হিট হয়। তবে হিট হলেও পারফর্ম ভালোই করছিল।
এর ডিসপ্লে কেমন
ডিসপ্লে স্পেসিফিকেশন তো ওপরে দেখেছেনই। যথেষ্ট ভাইব্রেন্ট এবং কালারফুল একটা ডিসপ্লে। 5000nits এর পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে ব্যবহারেও কোন সমস্যা হয় নি। 120Hz রিফ্রেশ রেট খুব ভালোভাবেই পাওয়া যায়। রয়েছে Stereo speaker, তবে একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের সাউন্ড পাওয়া যায় নি।
ব্যাটারি ব্যাকআপ কেমন
যথেষ্ট কমপ্যাক্ট অর্থাৎ সাইজে ছোট হওয়া সত্ত্বেও এখানে 6500mAh এর বিশাল ব্যাটারি আছে। যার কারণে মডারেট ইউজার হলে একদিন অনায়াসেই পার করতে পারবেন আর হেভি ইউজার হলেও একদিন পার হয়ে যাবে। রয়েছে 90W এর চার্জিং সিষ্টেম। এক ঘন্টারও কম সময়ে এটা দিয়ে VIVO X200 FE ফুল চার্জ করতে পারবেন।
তাছাড়াও রয়েছে হালের ট্রেন্ড IP68/69 এর রেটিং। অর্থাৎ চাইলে আন্ডারওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন। তবে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে ভালো।
VIVO X200 FE FAQs
1. Vivo X200 FE বাংলাদেশে কখন লঞ্চ করা হয়?
বাংলাদেশে Vivo X200 FE 2025 এর 5 জুলাই লঞ্চ করা হয়।
2. Vivo X200 FE এর বাংলাদেশে দাম কত?
এর 12/512GB ভ্যারিয়েন্টের বাংলাদেশে দাম 87000 টাকা।
3. Vivo X200 FE এর RAM ভ্যারিয়েন্ট কি কি?
এটি 12/512GB ভ্যারিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়।
4. Vivo X200 FE তে কোন প্রসেসর ব্যবহার করা হয়েছে?
এখানে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 9300+।
5. ডিসপ্লে এবং রিফ্রেশ রেট কেমন?
120Hz এর LTPO AMOLED প্যানেলের ডিসপ্লে।
6. Vivo X200 FE এর ক্যামেরা সেটআপ কেমন?
Main Camera: 50MP +OIS
Telephoto: 50MP (OIS, 3x optical zoom)
Ultra-Wide: 8MP
Front Camera: 50MP
7. ব্যাটারি ও চার্জিং সুবিধা কেমন?
6500mAh এর ব্যাটারি এবং 90W এর ফাস্ট চার্জিং।
8. এর আইপি রেটিং কেমন?
Vivo X200 FE IP68/69 রেটেড।