Infinix GT 30 pro price in Bangladesh; প্রথম কোন অফিসিয়াল গেমিং ফোন!

ফাইনালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল একটি Dedicated Gaming Phone Infinix GT 30 pro। এই ফোনটা অনলি ফর গেমার্স। মনে হয় এই প্রথম জাঁকজমকের সাথে বাংলাদেশে কোন ডেডিকেটেড গেমিং ফোন লঞ্চ হল।         

Infinix GT 30 pro প্রাইস ইন বাংলাদেশ এবং Infinix GT 30 pro review

তবে যদি গেমার হয়ে থাকেন আর Infinix GT 30 pro  ফোনটি যদি নিতে চান তাহলে Infinix GT 30 pro price in Bangladesh জানার পাশাপাশি সব তথ্যই জানা দরকার। তবে কিছু ফিচার এই ফোনের আপনাকে বেশ ভালো রকমেরই অবাক করবে এই Infinix GT 30 pro review আর্টিকেলটি পড়লে। চলুন Infinix GT 30 pro price in Bangladesh জেনে নিই আর পুরো রিভিউ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

Infinix GT 30 pro price in BD
(Variant)

                 Price
12/256 GB               40,000 টাকা
12/256 GB (Combo with cooler)               42,000 টাকা

Features                                  
Details
Processor Mediatek Dimensity 8350 Ultimate (4 nm)
Battery 5500 mAh
Charging45W
Display Size 6.78-inch
Display Type AMOLED 
Refresh Rate 144Hz
Resolution FHD+ (1.5k)
Pixel Density 440 PPI
Peak brightness 4500 nits
Storage Type UFS 4.0
Screen Protector Corning Gorilla Glass 7i
Body frame Rear Panel: Plastic built
Body Frame: Plastic built
Camera
Main Camera: 108MP +OIS
Ultra-Wide: 8MP
Front Camera: 13MP

Sound Stereo speakers
NFC Yes
Operating System Android 15, XOS 15
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Network Support 4G/5G
SIM Cards Dual Nano-SIM 
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP64
Video 4K@60fps

Infinix GT 30 pro price in Bangladesh; এই প্রাইসে কেন নিবেন!

আমাদের দেশে একদম শুধু গেমিংকেই ফোকাস করে সচরাচর কোন ফোন লঞ্চ হয় না। হয়তো প্রসেসর একটু ভালো দিয়ে বলা হয় এটা দিয়ে গেমিং করা যাবে। কিন্তু একদম শুধুই গেমিংয়ের জন্য Infinix তাদের ব্র্যান্ড নিউ Infinix GT 30 pro লঞ্চ করল।

ফার্স্ট অফ অল, গেমিং ডিভাইসে কি কি থাকে? গেমিং ট্রিগার। এটাতেও আছে দুই দুইটা গেমিং ট্রিগার, একদমই টাচ রেসপন্সিভ। ডিজাইনেও একটা গেমিং গেমিং ভাইব আছে।

বক্সেই পেয়ে যাচ্ছেন একটা কুলার আবার যেটি কিনা ওয়্যারলেস সাপোর্ট নেয়। গেমিং টাইমে চার্জে লাগিয়ে রাখতে পারবেন।

আবার ক্যামেরাতে কিন্তু কমতি আছে, যেটা আসলে গেমিং ফোনের বৈশিষ্ট্য। গেমিং ফোনের মতোই রিয়ার প্যানেলে RGB আছে। তবে 3.5mm হেডফোন জ্যাকটা না থাকলেও তারা একটা টাইপ-সি এয়ারফোন দিয়ে দিয়েছে বক্সে।

এর UI মোটামুটি ক্লিন, সামান্য কিছু ব্লুটওয়্যার আছে যেগুলো আন ইনস্টল করে দিতে পারবেন। বলা যায় এই প্রাইসে অনেক কিছুই আপ টু দ্যা মার্ক ফোনটি অফার করছে। যেমন ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর ইত্যাদি বলা যায় পার্ফেক্ট। তবে আইপি রেটিং, ব্যাটারি ইত্যাদির বেলায় কিছু কমতিও আছে। সবকিছু বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন।

তবে আপনি এখন হয়তো বলতে পারেন Infinix GT 30 pro প্রাইস ইন বাংলাদেশ 42,000 টাকা। অথচ গ্রে মার্কেট থেকে এই প্রাইসে চাইলেই তো আরো বেটার পেতে পারেন। দেখেন ভাই, এটা যারা অফিসিয়াল ফোন পছন্দ করে তাদের জন্য।

ডিসপ্লে কেমন

1.5K রেজ্যুলেশনের FHD+ ডিসপ্লে। যারা মিডিয়া বা ভিডিও দেখেন তাদের জন্য সেরা একটি ডিসপ্লে। কালার কনজাম্পশন খুবই ভালো, তবে কিছুটা বুস্টেড। খুবই শার্প দেখায়, হয়তো AMOLED ডিসপ্লে তাই। পিক ব্রাইটনেস ভালো থাকার কারণে আউটডোরে ব্যবহার করতেও সমস্যা হয় না। 144Hz রিফ্রেশ রেট থাকায় স্মূথ একটা পারফরম্যান্স পাওয়া যায়। তাছাড়া ডিসপ্লের টাচ রেসপন্সও অনেক ভালো।

ডিসপ্লেকে প্রোটেক্ট করছে Corning Gorilla Glass 7i। যা মূলত লেটেস্ট টেকনোলজির একটা স্ক্রিন প্রোটেক্টর। তবে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করলে ভালো। 

Infinix GT 30 pro Gaming Test; গেমিং পারফরম্যান্স কেমন?

প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ‌Mediatek Dimensity 8350 ultimate। পাবজি খেলে দেখা হয়েছে 120 fps এ এবং HDR ultra তে। 120fps এ ফ্রেম রেট সামান্য ওঠানামা করলেও অধিকাংশ সময়ই স্ট্যাবলভাবে ধরে রাখতে পারছিল। তবে এ বিষয়টাও একটু নড়বড়ে হয় যখন আপনি রেকর্ডিং অন করতে যাবেন।

তবে রেকর্ডিং এর সময় বেশ ভালো রকমের প্রেশার দেয় এবং হিটটা অনেক বেশি জেনারেট করে। ঐ মুহুর্তে ফ্রেম রেট পাওয়া গিয়েছিল 103, 107 এরকমই। তবে ল্যাগ করবে না। প্রায় 40 মিনিটের গেমপ্লেতে 42°C এর মতো গরম হয়েছিল Infinix GT 30 pro। ভিতরের যে এটার ইন-বিল্ট কুলিং সিস্টেম সেটাও ডিভাইসটাকে খুব বেশি কুল করতে পারছে বলে মনে হয় নি।

Gaming with Infinix GT 30 pro with integrated Cooler
Photo Credit: SamZone

তবে খেলা দেখিয়েছে এর এক্সটার্নাল যে কুলিং সিস্টেম যেটা বক্সের সাথে এসেছে। ঐ কুলারটা লাগিয়ে নিলে ডিভাইসটা বেশ ভালো রকমের ঠান্ডা হয়। 42°C থেকে 35°C এ নেমে আসে।

অন্যদিকে COD বা Call up duty মোবাইল, 120 fps এ গেম প্লে করতে পারবেন। এখানে অনেকটাই স্ট্যাবল রেজাল্ট দেয় অর্থাৎ গরম কম হয়। কোন ধরনের  স্যাটার বা লেগের দেখা পাওয়া যায় নি।

তবে এর যে গেমিং ট্রিগার রয়েছে ফোনের উপরে, এটা আবার ক্যামেরা শাটার হিসেবেও কাজ করে।

Infinix GT 30 pro কেন নিবেন না?

IP Rating এর বেলায় আমার মনে হয় একটু কমতি আছে। বর্তমানে IP68/69 তো ট্রেন্ড। আবার মেজর আপডেট পাচ্ছেন দুই বছরের, যা একটু কম মনে হয়েছে। এছাড়া কোন এক্সটার্নাল এসডি কার্ড স্লট নেই, তবে থাকলে ভালো হতো। আবার এটা একটু অতিরিক্ত হিট জেনারেট করে। সেজন্য কুলিং সিস্টেম সহ ব্যবহার করবেন।

তবে স্টেরিও স্পিকার থাকার পরেও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো পাওয়া যায় নি। পরিশেষে, গেমিং এর জন্য নিতে চাইলে আমি বলব মোটামুটি ভালো অপশন। আর আপনি যদি ব্যালেন্সড ফোন চান তাহলে আমি বলব এর বেশ কিছু জায়গায় কমতি আছে।

তবে যদি গেমিংয়ের জন্য নিতে চান অবশ্যই কম্বোওয়ালা ভ্যারিয়েন্টটি নিবেন। এখানে একটা কেস, কুলার থাকবে। কুলার ছাড়া রেগুলার ভ্যারিয়েন্টটি নিয়ে লাভ নেই। এটি যেহেতু একটু বেশিই গরম হয় তাই আপনার কুলার প্রয়োজন হবে।

Infinix GT 30 pro FAQs

 1. বাংলাদেশে Infinix GT 30 pro এর দাম কত?

অফিসিয়ালি Infinix GT 30 pro এর 12/256GB ভ্যারিয়েন্টের দাম 42,000 টাকা।

2. Infinix GT 30 pro কবে বাংলাদেশে রিলিজ হয়েছে?

বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি এসেছে 28 May 2025 এর দিকে। গ্লোবালি লঞ্চ হয়েছে 21 May 2025।

3. কত RAM Variant এ পাওয়া যাচ্ছে?

বাংলাদেশে 12/256GB ভ্যারিয়েন্টটি এভেইলেবল।

4. এই ফোনে প্রসেসর হিসেবে কি ব্যবহার করা হয়েছে?

Infinix GT 30 pro তে প্রসেসর হিসেবে আছে MediaTek Dimensity 8350 Ultimate এবং অপারেটিং সিস্টেম Android 15, XOS 15।

5. Infinix GT 30 pro এর Display specs কি?

144Hz রিফ্রেশ রেটের 6.78-inch AMOLED প্যানেল যার প্রোটেকশন হিসেবে আছে Corning Gorilla Glass 7i।

6. Infinix GT 30 pro এর ক্যামেরা কেমন?

মেইন ক্যামেরা 108MP, 8MP Ultra-Wide, সেলফি 13MP।

7. ব্যাটারি ক্যাপাসিটি কেমন?

5500mAh এর ব্যাটারি, 45W চার্জিং, 30W ওয়ারল্যাস চার্জিং।

8. Infinix GT 30 pro কি 5G সাপোর্ট করে?

হ্যা, করে।

9. Infinix GT 30 pro এর গেমিং ফিচারস কেমন?

গেমিং ট্রিগার, RGB ব্যাক লাইটিং, X-axis লিনিয়ার মোটর, Xboost Gaming Engine, বাইপাস চার্জিং।

10. সফটওয়্যার আপডেট সুবিধা কেমন?

দুই বছরের Major Android Update এবং তিন বছরের Security update পাওয়া যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url