Samsung one ui 8.5 beta; কেমন হলো স্যামসাংয়ের নতুন UI আপডেট!

স্যামসাং সম্প্রতি তাদের নতুন UI লঞ্চ করেছে, যেটাকে তারা অফিসিয়ালি বলছে samsung one ui 8.5 beta। এখনো পর্যন্ত এটি লেটেস্ট UI আপডেট স্যামসাংয়ের। চলুন জেনে নিই কি কি চমৎকার আপডেট আছে স্যামসাংয়ের তাদের নতুন UI, samsung one ui 8.5 beta'য়। তবে এই আপডেটে স্মার্টফোন ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি চমৎকারভাবে বৃদ্ধি পাবে।

Samsung One UI 8.5 beta update

Samsung one ui 8.5 beta; 'Photo Assist' ফিচার

এবার স্যামসাং ফোনের গ্যালারিতে নতুন করে যুক্ত হচ্ছে 'ফটো এসিস্ট' ফিচার। কোন ঝামেলা ছাড়াই ইমেজ জেনারেট করা যাবে। আগের মতো আপনার এডিটিংয়ে প্রত্যেকটি একশন সেভ করে রাখতে হবে না। সব একসাথেই করে নিতে পারবেন। আবার হিস্টোরি অপশনে সব এডিটিং হিস্টোরি দেখা যাবে। সেখান থেকে সবচেয়ে বেস্টটা বাছাই করে নিতে পারবেন।

আরেকটা চমৎকার আপডেট এসেছে ফটো শেয়ার অপশনে, যেটাকে স্যামসাং বলছে 'Quick Share'। অটোমেটিক্যালি ফটোর নিচ 'শেয়ার' অপশনে ক্লিক করলেই আপনার কাছাকাছি ডিভাইসগুলোতে নির্দিষ্ট ফটোটি সেন্ড করতে পারবেন।

অডিও কানেক্টিভিটি সেরা 

মনে হয় স্যামসাংয়ের samsung one ui 8.5 beta আপডেটের অন্যতম সেরা ফিচার হলো অডিও কানেক্টিভিটি। ধরুন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাচ্ছেন, সবার ফোন যদি LE Audio সাপোর্টেড হয় তবে একসাথে গ্রুপ কলের মতো করে বিল্ট ইন মাইক্রোফোনের মাধ্যমে অডিও শেয়ার করতে পারবেন।

স্টোরেজ শেয়ার অপশন

এবার আপডেটের চমৎকার ফিচার, তবে এর জন্য আপনার স্যামসাংয় ইকোসিস্টেমে থাকতে হবে। ধরুন, আপনার স্যামসাং ট্যাব এবং স্মার্টফোন আছে। তাহলে ট্যাবের ফাইলগুলো ফোনের মাধ্যমে দেখতে পারবেন। 

Also Read

আবার ধরুন স্যামসাং TV আছে, তাহলে ফোনের ফাইলসগুলো টিভির মাধ্যমে একসেস নিতে পারবেন। যারা স্যামসাংয়ের ডিভাইস পছন্দ করেন অর্থাৎ ঘরের স্মার্টফোন, স্মার্টটিভি, ট্যাব, ল্যাপটপ সব স্যামসাংয়ের তারা এই ফিচারটি দারুণভাবে উপভোগ করতে পারবেন।

ডিভাইস প্রোটেকশন

স্যামসাংয়ের এবারের samsung one ui 8.5 beta আপডেটে সিকিউরিটি ফিচারে বেশ ভালোই বৈচিত্র থাকছে। আপনার ফোন যদি চুরি বা হারিয়ে যার তাহলে 'Theft Protection' থাকার কারণে চোর কোনভাবেই আপনার ফাইলের একসেস নিতে পারবে না। 

আবার, এক্সট্রা সিকিউরিটি হিসেবে থাকছে যদি বারবার ফোন লক খুলতে গিয়ে 'Authentication Fail' হয়, তবে স্ক্রিন অটোমেটিক লক হয়ে যাবে। এমনকি Identify Checking-এও থাকছে নতুনত্ব।

সামান্য দুঃসংবাদ

এই আপডেটটির সুবিধা ভোগ করা যাবে স্যামসাংয়ের recent S25 সিরিজ থেকে। পোল্যান্ড, ব্রিটেন, জার্মানি, কোরিয়া, ইন্ডিয়া ইত্যাদি মার্কেটে ২০২৫ এর ডিসেম্বরের ৮ তারিখ থেকে এভেইলেবল হবে। সুখবর হলো যারা স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের ইউজার আছেন তারা মেম্বারশীপের মাধ্যমে এই আপডেটের সুবিধা পেতে আবেদন করতে পারবেন।

সোর্স: SAMSUNG

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url