Tecno Pova 7 pro price in Bangladesh; গেমিং+ ক্যামেরা দুই দিকেই সেরা!
Tecno Pova 7 pro price in BD (Variant) |
Price |
|---|---|
| 8/256 GB | 35000 টাকা |
Features |
Details |
|---|---|
| Processor | Mediatek Dimensity 7300 Ultimate (4nm) |
| Battery | 6000 mAh |
| Charging | 45W Fast Charging 30W wireless charging 10W reverse charging |
| Display Size | 6.78-inch |
| Display Type | AMOLED |
| Refresh Rate | 144Hz |
| Resolution | Full HD+ (1.5K) |
| Pixel Density | 440 PPI |
| Peak brightness | 4500 nits |
| Storage Type | UFS 2.2 |
| Screen Protector | Gorilla Glass 7i |
| Weight | 195g |
| Body frame | Plastic built, Glass Front |
| Camera | Main Camera: 64MP Ultra-Wide: 8MP Front Camera: 13MP |
| Sound | Stereo speaker |
| NFC | Yes |
| Operating System | Android 15, HiOS 15 |
| 3.5mm Headphone jack | No |
| IR Blaster sensor | Yes |
| Connectivity | 5G Wifi-6 |
| SIM Cards | Nano-SIM |
| SD Card Support | No |
| Fingerprint Sensor | Under-display |
| Protection Rating | IP64 |
| Video | 4K@30fps |
Tecno Pova 7 pro কেন সেরা? কারণগুলো
অসাধারণ প্রসেসর
Tecno Pova 7 pro price in Bangladesh হলো 35000 টাকা। সবকিছু মিলিয়ে এর ডিসপ্লে এবং প্রসেসর এক কথায় অসাধারণ বলতে হবে। 4nm এর MediaTek Dimensity 7300 Ultimate পুরোদস্তুর একটি গেমিং প্রসেসর। প্রায় 90fps এ পাবজি সহ, ফ্রি ফায়ার একদম স্মুথলি প্লে করা যাবে। পাবজির ক্ষেত্রে খুব ভালোভাবেই ফ্রেম রেট ধরে রাখতে পারে।
এই প্রসেসরটি হিট জেনারেট করে কম। অতিরিক্ত ব্যবহারে গরম হলেও কম সময়ের মধ্যে ঠান্ডা হয়ে যায়। প্রত্যেকদিনের স্বাভাবিক ব্যবহারে কোন সমস্যা পাওয়া যাবে না। ফোনটির RAM management ভালো হওয়ায় এক সাথে অনেকগুলো অ্যাপস নিয়ে মাল্টি টাস্কিং করা যাবে।
ক্যামেরায় নতুনত্ব
কিন্তু এই ফোনের চমকটি হলো এর ক্যামেরা। 64MP এর মেইন ক্যামেরার সাথে আবার 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরাও দিয়েছে। তবে পেছনে তিনটি শুটার থাকলেও মূলত ক্যামেরা দুইটি। আমরা সচরাচর দেখি গেমিং ডিভাইসে ক্যামেরার দিকে ফোকাস দেওয়া হয় না। কিন্তু Tecno Pova 7 pro এক্ষেত্রে ব্যতিক্রম। তবে যদি Telephoto Lens থাকত আরো জমে যেত। এই বাজেটে একদম কিং হতো ডিভাইসটি।
ডিসপ্লেও কোন অংশে কম নয়
এবার আসি ডিসপ্লে সেকশনে। এই বাজেটের জন্য পারফেক্ট ডিসপ্লেটি টেকনো এখানে দিয়েছে। 144Hz এর AMOLED ডিসপ্লে, যেখানে 440 PPI রয়েছে। আবার এর রেজ্যুলেশনে 1.5K। যার ফলে খুবই ক্লিয়ার এবং শার্পলি ভিডিও উপভোগ করা যায়। মনে হবে যেন সবই জীবন্ত দেখছি।
ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং
6000mAh এর ব্যাটারি দিয়ে সহজেই একদিন পার করতে পারবেন। আর আপনি যদি প্রো ইউজার হোন, তাও একদিন পার করানো যাবে। তবে আরেকটা চমক এর চার্জিং সিস্টেমে। সাধারণত 35000 টাকার আশেপাশের ফোনগুলোতে এটি দেখা যায় না।
Tecno Pova 7 pro 45W এর ফাস্ট চার্জিং এর পাশাপাশি 30W wireless charging-ও সাপোর্ট করে। আরো অবাক করা ব্যাপার হলো এর রিভার্স চার্জিং সিষ্টেম আছে 10W এর। মোটামুটি ব্যাটারি সেকশনে Tecno Pova 7 pro যাস্ট দারুণ।
অন্যান্য ফিচারগুলো
আবার এখানে latest connectivity যেমন 5G এবং WiFi 6 টেকনোলজি আছে। তাছাড়া 4K@30fps এ ভিডিও রেকর্ড করা যায়। মাইক্রোফোনের কোয়ালিটিও যথেষ্ট ক্লিয়ার এবং ভালো। ব্যবহার করা হয়েছে Stereo speaker।
টেকনোর আগের ফোনগুলোর মতোই এই ফোনেও AI এর অসাধারণ কিছু ফিচারস আছে। যেমন rewriting, summarizing সহ আরো অনেক AI ক্যামেরা ফিচারস।
Tecno Pova 7 pro এর কমতি গুলো
এবার আসুন ফোনটার কিছু কমতি জেনে নিই। এর স্ক্রিনকে প্রোটেক্ট করছে Corning Gorilla Glass 7i। যা বলা যায় মোটামুটি মানের একটা প্রোটেক্টর, এখানে একটা আলাদা গ্লাস প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকল।
আজকাল এই প্রাইসের সচরাচর অধিকাংশ ফোনেই দেখা যায় IP68/69 এর রেটিং থাকে। কিন্তু Tecno Pova 7 pro'তে IP64 রেটিং দেওয়া হয়েছে, যা একটু কমতি হয়ে যায়। যদিও এই রেটিংয়েও পানির ছিটা এবং হালকা ধুলাবালিতেও ফোনের সমস্যা হবে না।
তাছাড়া এটাতে কিছু ব্লুটওয়্যার অতিরিক্ত দেওয়া হয়েছে। কেনার পর এগুলো আন ইন্সটল করে নিবেন। ফলে আরো ক্লিয়ার আর স্মুথ লাগবে।

