Realme 15T Price in Bangladesh; ব্যাটারি তো সেরা, কিন্তু প্রশ্ন আছে!

এবার Realme তাদের 15 সিরিজের আরেকটি 5G ফোন লঞ্চ করল, Realme 15T। এই সিরিজের বেশ কিছু ফোন আগেও লঞ্চ করেছে Realme। চলুন জেনে আসি Realme 15T price in Bangladesh। ফোনটি বাংলাদেশে 8/256GB ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে।

তবে ফোনটির ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্তে যাওয়ার আগে আপনার এর Realme 15T price in Bangladesh জানার পাশাপাশি ভালো খারাপ সবকিছুই জানা প্রয়োজন। Specifications table এর পরে আপনার জন্য একটি অফার আছে। ততটুকু পর্যন্ত সাথে থাকবেন।

Realme 15T price in Bangladesh

Realme 15T price in BD (Variant)

Price
8/256 GB 33000 টাকা

Features                                  
Details
Processor Mediatek Dimensity 6400 Max (6nm)
Battery 7000 mAh
Charging60W
Display Size 6.57-inch
Display Type AMOLED 
Refresh Rate 120Hz + 1.06B colour support
Resolution Full HD+
Pixel Density 400 PPI
Peak brightness 4000 nits
Storage Type UFS 2.2
Screen Protector Gorilla Glass
Weight 181g
Body frame Glass Front, Plastic Built
Camera
Main Camera: 50MP +OIS
Depth Sensor: 2MP
Front Camera: 50MP

Sound Stereo speaker
NFC Yes
Operating System Android 15, Realme UI 6.0
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Network Support 5G
Wifi 5
Bluetooth 5.3
SIM Cards Nano-SIM 
SD Card Support Yes
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP68/69
Video 1080P@60fps

অফার

Realme 15T দারাজে 1 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ অফিসিয়ালি উল্লিখিত দামের চেয়েও অনেক কম দামে স্পেশাল অফারে পাওয়া যাচ্ছে। নিচের ইমেজে ক্লিক করে সেলারের সাথে কথা বলে বিস্তারিত জেনে অর্ডার কনফার্ম করতে পারবেন। তবে অফারটি স্বল্প সময়ের জন্য। অলরেডি ফোনটি sold out, আর কয়েকটি মাত্র বাকি আছে।


Realme 15T কেন নিবেন, এর সেরা দিক কোনগুলো জানুন। আবার দাম অনুযায়ী ফোনটির অনেক কমতিও আছে। যেগুলো হয়তো এই প্রাইসের অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোর তুলনায় এটিকে পিছিয়ে রাখবে। তাই পুরো রিভিউ আর্টিকেল জুড়ে সাথে থাকুন।

Realme 15T এর প্রসেসর কেমন

Realme 15T ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 max প্রসেসর। এখন max দেখেই টাস্কি খেয়ে যাবেন না। এটি 5G ফোনের ক্ষেত্রে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর। তবে দৈনন্দিন ব্যবহারে কোন সমস্যা হবে না। অ্যাপ ক্লোজ এন্ড ওপেন টাইম ফাস্ট আছে। তারপর অনেকগুলো অ্যাপ একসাথে নিয়ে কাজ করতে পারবেন।

তবে খুব বেশি ভারি অ্যাপ একইসাথে run করতে গেলে একটু স্লো এর দেখা পাওয়া যায়। আবার আপনি যদি গেমিং করতে যান এই ফোন দিয়ে তাহলে আমি বলব একদম under perform'ও করবে না আবার যে একদম আহামরি লেভেলের পারফরম্যান্স পাবেন তাও কিন্তু না। মোটামুটি চালিয়ে নিতে পারবেন।

তাছাড়া এর Storage type রয়েছে UFS 2.2। Realme 15T price in Bangladesh হলো 33000 টাকা, এই টাকার একটা ফোনে স্টোরেজ টাইপ আরেকটু বেটার দেওয়া উচিত ছিল। তবে এর RAM management ভালো আছে। 256GB স্টোরেজ অবশ্যই পারফেক্ট যে কারো জন্য। আবার রিয়েলমির UI তে অর্থাৎ এই ফোনে অনেক ব্লুটওয়্যার পাবেন। যেগুলো আন ইন্সটল করে নিলে আরো ক্লিন দেখাবে ফোন।

প্রসেসরটির ভালো দিক হলো এটি খুব বেশি গরম হয় না। এমনকি গেমিং এর সময়েও। ফ্রি ফায়ার এই ফোনটি দিয়ে নরমালি খেলতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে একটু লোয়ার সেটিংস এ খেলতে হবে। শেষকথা হলো, যারা নরমাল ইউজার আছেন তাদের জন্য এই ফোন। গেমারদের জন্য রিকমেন্ডেড না।

ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং সিস্টেম

এই একটা ক্ষেত্রে Realme 15T, up to the mark পারফর্ম করেছে। 7000mAh এর ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই এক দিন পার করতে পারবেন, এটা যারা একটু হেভি ইউজার তাদের ক্ষেত্রে বলেছি। আপনি যদি নরমাল ইউজার হোন তাহলেতো দুই দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন।

আরেকটা ব্যাপার অনেকেরই TWS এর মতো ছোট ইলেকট্রনিক ডিভাইসগুলো বেশি Watt এর চার্জারে চার্জ দেওয়ার কারণে নষ্ট হয়। এগুলো আপনার চাইলে ক্যাবল দিয়ে এই ফোনটা থেকে চার্জ করতে পারবেন।

চার্জিং সিস্টেমের ব্যাপারে বলতে গেলে এখানে 60W এর ফাস্ট চার্জিং সিস্টেম আছে, Bypass charging সাপোর্ট করে। আবার 10W এর রিভার্স চার্জিং সিষ্টেমও আছে। মোটামুটি ব্যাটারি এবং চার্জিং এর ক্ষেত্রে ফোনটি এক কথায় অসাধারণ। তবে পুরো রিভিউ আর্টিকেল পড়লে বুঝতে পারবেন অন্যান্য জিনিসগুলোও ঠিকঠাক দিচ্ছে কিনা।

ডিসপ্লে কেমন

এই সেকশনে Realme 15T এগিয়ে আছে। 120Hz এর AMOLED Panel যার PPI 400। অর্থাৎ ডিসপ্লের কোন ভিডিও দেখার ক্ষেত্রে sharpness এবং Details ভালো পাবেন। খুবই ক্লিন এবং স্মুথ ফুটেজ দিবে। 

আবার ডিসপ্লেটির টাচ রেসপন্সও ভালো। তবে প্রোটেকশনের ব্যাপারটি নির্দিষ্টভাবে জানা যায় নি। তাই আলাদা করে একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকল। 4000nits পিক ব্রাইটনেস থাকায় বাইরে দিনের আলোতে ব্যবহারেও কোন সমস্যা হবে না।

IP rating এর বেলায় কেমন

Realme 15T এর আরেকটি চমৎকার দিক হলো এর IP rating। এখানে লেটেস্ট IP68/69 এর রেটিং দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি চাইলে Underwater Photography'ও করতে পারবেন। মোবাইল পানির নিচে ডুবাতে পারবেন। সমস্যা হবে না। 

আপনারা এই ফোনে 2 বছরের Major Update পাচ্ছেন। সুবিধা হলো এটি একটি 5G ডিভাইস হওয়ায় বাংলাদেশে 5G আসলে তৎক্ষণাৎ সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এর কানেকটিভিটিও ভালো আছে। Wifi 5 এবং Bluetooth 5.3 সাপোর্ট করে।

ক্যামেরা সেকশন; Biggest downfall

এই ফোনে ক্যামেরার ব্যাপারে বলতে গেলে যথেষ্ট ঘাটতি আছে। এখানে Telephoto বা Ultra-Wide ক্যামেরা কোনটিই নেই। যদিও এই প্রাইসের একটা ফোনে অবশ্যই দেওয়া উচিত ছিলো। তাছাড়া পেছনে ক্যামেরা মডিউল তিনটা দেখে গেলেও লেন্স আছে দুইটিতে।

যদিও রিয়ার এবং সেলফি ক্যামেরা দুইটিই 50MP এর। 2MP এর একটি সহকারী সেন্সর আছে। ক্যামেরার ক্ষেত্রে ভালো দিক হলো দিনের আলোতে আউটডোরের ছবিগুলো যথেষ্ট ভালো দেয়। আবার Selfie ক্যামেরা 50MP এর হওয়ায় একদমই রেডি টাইপ ছবি দিয়ে থাকে। Color Tone, saturation, details, contrast ইত্যাদি প্যারামিটারে বিবেচনা করতে গেলে এর ছবি এতটা খারাপ না, ভালোই।

Video রেকর্ডিং এর বেলায় 1080P@30fps এ রেকর্ড করা যায়। এই প্রাইসের একটা ফোনে অবশ্যই এটা কমতি হয়ে যায়। এখানে 4K বা অন্তত 2K ভিডিও রেকর্ডিং দেওয়া যেত। তবে ভিডিওর বেলায় মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো আছে।

শেষকথা, ফোনটির ফুল রিভিউ তো পড়লেন। ওভারঅল, যারা নরমাল ইউজার আছেন তাদের জন্য ফোনটি রিকমেন্ডেড। আর যারা একটু গেমিং পছন্দ করেন, ক্যামেরা সেকশনে আরেকটু ভালো চান তারা এই প্রাইজে হয়তো অন্য ব্র্যান্ডেরও ভালো ডিভাইস পেতে পারেন।

Previous Post
No Comment
Add Comment
comment url