Tecno Pova Slim 5G price in Bangladesh; এত স্লিম, টিকবে তো!
Tecno Pova Slim 5G price in BD (Variant) |
Price |
---|---|
8/256 GB | 30,000 টাকা |
Features |
Details |
---|---|
Processor | Mediatek Dimensity 6400+ |
Battery | 5160 mAh |
Charging | 45W |
Thickness | 5.9mm |
Weight | 156g |
Display Size | 6.78-inch (Curved) |
Display Type | AMOLED |
Refresh Rate | 144Hz + 1B colour support |
Resolution | FHD+, 1.5K |
Pixel Density | 440 PPI |
Peak brightness | 4500 nits |
Storage Type | UFS 2.2 |
Screen Protector | Gorilla Glass 7i |
Body frame | Rear Panel: Fiber Glass Body Frame: Plastic built |
Camera | Main Camera: 50MP Ultra shooter: 2MP Front Camera: 13MP |
Sound | Single speaker |
NFC | No |
Operating System | Android 15, HiOS 15 (1 Year Major Update + 3 year security update) |
3.5mm Headphone jack | No |
IR Blaster sensor | Yes |
Network Support | 4G/5G |
SIM Cards | Nano-SIM |
SD Card Support | No |
Fingerprint Sensor | Under-display |
Protection Rating | IP64 |
Video | 2K@30fps |
যেকোন পাতলা ফোনের একটা কমন ইস্যু হলো সে যেমনই হোক অতিরিক্ত হিট জেনারেট করে। আসলে হার্ডওয়্যারের জন্য যথেষ্ট স্পেস রাখতে না পারায় প্রবলেমটা হয়। তবে Tecno Pova Slim 5G এর ক্ষেত্রে তেমনটা দেখা যায় নি। হালকা পাতলা যা গরম হয় হাতেও লাগে না, অর্থাৎ দীর্ঘ সময় দেখলে।
মজার ব্যাপার হলো, এই স্মার্টফোনে মোড লাইট আছে ক্যামেরায়। মোড লাইটের ব্যাপার হলো ও আপনাকে ডিটেক্ট করতে পারবে আপনি কোন মুডে আছেন। হ্যাপি মোড হলে লাইটে একটা হাসির চিহ্ন আসবে।
তবে ক্যামেরার ব্যাপারে আরেকটু বলতে গেলে খুব আহামরি পারফরম্যান্স দিচ্ছে না। Tecno Pova Slim 5G price in Bangladesh, এটার চেয়ে এই প্রাইস পয়েন্টে ওদের Camon Series এর ফোনগুলো বেটার। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 2K@30fps এ।
এবার আসা যাক দৈনন্দিন জীবনে Tecno Pova Slim 5G কেমন পারফর্ম করে সেটার বেলায়। দেখুন, যেকোন ফোনই নতুন হলে সুপার পারফর্ম করে। এটাও ঠিক তেমনি, অ্যাপ ওপেন এন্ড ক্লোজ টাইম সেরা; ভারী অ্যাপ গুলা স্মুথ রান করতে পারছে; ওভারঅল কোন প্যারা খেতে হয় নি। কিন্তু ফোন যখন আস্তে আস্তে পুরাতন হতে শুরু করবে তখন কেমন পারফর্ম করে সেটাই মুখ্য।
তবে এই ফোন দিয়ে হেভি গেমিং করা যাবে না। হেভি মাল্টিটাস্কিংয়ের সময়ও অনেক হিট জেনারেট হয় এবং সেটা ডিসপ্লের সামনেও আসে। আসলে যারা টুকটাক কথা বলবেন, সোশাল মিডিয়া হ্যান্ডেল করবেন, তেমন কোন হেভি কাজ করবেন না তাদের জন্য এই ফোন। আর যারা একটু স্লিম, স্টাইলিশ আর গুড লুকিং ফোন চান তারা নিতে পারেন।
স্পিকারে কমতি আছে। সাউন্ড কোয়ালিটি তেমন আহামরি পাবেন না। সিঙ্গেল স্পিকার, হেডফোন ব্যবহার করা লাগতে পারে অডিও শুনার বেলায়।