Realme 15 5G price in Bangladesh; ফুল রিভিউ এবং স্পেসিফিকেশনস

Realme তাদের আরো একটি ডিভাইস লঞ্চ করল বাংলাদেশ মার্কেটে, Realme 15 5G। চলুন জেনে আসি Realme 15 price in Bangladesh এবং একই সাথে ডিভাইসটির খুঁটিনাটি সব তথ্য। তাই পুরো Realme 15 রিভিউ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

Realme 15 price in Bangladesh জানার সাথে সাথে এটির ভালো খারাপ সব তথ্য জানা প্রয়োজন কারণ একই প্রাইসে হয়তো অন্যান্য ব্র্যান্ডের আরো ভালো ডিভাইস পেতে পারেন।

Realme 15 price in Bangladesh; ফুল রিভিউ এবং স্পেসিফিকেশনস

Realme 15 price in BD (Variant)

Price
12/256 GB 45,000 টাকা

🛒 ফোনটির বর্তমান প্রাইস দেখুন 


Features                                  
Details
Processor Mediatek Dimensity 7300+ (4nm)
Battery 7000 mAh
Charging80W
Display Size 6.8-inch
Display Type OLED 
Refresh Rate 144Hz
1.07B colour support
HDR10+
Resolution FHD+ (1080 × 2392)
1.5K
Pixel Density 387 PPI
Peak brightness 6500 nits
Storage Type UFS 3.1
Screen Protector Gorilla Glass
Weight 185g
Body frame Glass front and back,
Aluminum frame
Camera
Main Camera: 50MP
Ultra-Wide: 8MP
Front Camera: 50MP

Sound Stereo
NFC No
Operating System Android 15, RealmeUI 6.O
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Connectivity 5G
Wi-fi 6
Bluetooth 5.4
SIM Cards Dual Nano-SIM 
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP68/69
Video 4K@30fps

Realme 15 price in Bangladesh তো জানলেনই। এবার আসুন Realme 15 ফুল রিভিউ শুরু করি। খুবই ছোট আর্টিকেল, আপনাদের পড়তে এক মিনিটের বেশি সময় লাগবে না। তাই আপনাদের সাথে থাকার অনুরোধ। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে।

অফার

উল্লিখিত প্রাইসের চেয়েও কম প্রাইসে ফোনটি দারাজে পাওয়া যাচ্ছে। তবে অফারটি স্বল্প সময়ের জন্য। ফোনটির স্টক অলরেডি sold out। নিচের ইমেজে ক্লিক করে সেলারের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন।

Realme 15 এর ডিজাইন 

Rear Panel টা‌ প্লাস্টিকের তৈরি যদিও একটা মেটালিক vibe পাওয়া যায়। বডি ফ্রেমটাও প্লাস্টিকের তৈরি। রয়েছে under display ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 3.5mm headphone jack টা‌ অবশ্য নেই। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফাস্ট এবং অ্যাকুরেট আছে।

IP68/69 এর রেটিং থাকায় চাইলে আপনার ফোনটাকে একটু পানির নিচে নিতে পারবেন। অর্থাৎ আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। তবে বডি ফ্রেমটা প্লাস্টিকের হওয়াতে সামান্য cheap type ফিল দেয়। তবে বেশ ভালোই স্ক্যাচ পড়বে বডি ফ্রেমে। তাই ফোনের জন্য নির্দিষ্ট কেসটি ব্যবহারের পরামর্শ থাকল।

Realme 15 এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে Corning Gorilla Glass। তবে কোন ভ্যারিয়েন্ট জানা যায় নি। তাই একটি প্রোটেক্টর স্ক্রিন লাগানোর পরামর্শ থাকল। এবার আসি এর ডিসপ্লে প্রসঙ্গে।

Realme 15 এর ডিসপ্লে পারফরম্যান্স

এখানে ব্যবহার করা হয়েছে একটি OLED display যার 144Hz হাই রিফ্রেশ রেট আছে। এমনকি 6500nits এর peak brightness আছে। যদিও এগুলো কাগজে কলমের বিষয়। তবে মূলকথা হলো বাইরে এমনকি সরাসরি সূর্যের আলোতেও ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

HDR10+ এর সাপোর্ট আছে আবার আবার 1.5K রেজ্যুলেশন থাকায় খুব ক্লিয়ারলি মাল্টিমিডিয়া যেমন ভিডিও, মুভি ইত্যাদি ভালোই এনজয় করতে পারবেন। আবার ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশনও বেশ ভালো। 

একুরেট কালারের চেয়ে একটু vibrant টাইপের কালার দেয়, দেখতে বেশ ভালোই লাগে। অন্তত এই প্রাইসে Realme 15 এর ডিসপ্লে সেকশন নিয়ে কোন অভিযোগ নেই। এবার আসা যাক ফোনটির ক্যামেরা পারফরম্যান্সের বেলায়।

Realme 15 ক্যামেরা  

ফোনটির পেছনে ক্যামেরা মডিউল তিনটা থাকলেও সেন্সর আছে দুইটিতে। মাঝখানের ছোট ক্যামেরার দুই পাশে নোটিফিকেশন লাইট আছে যা বিভিন্ন কাজে ব্যবহার হয়। ক্যামেরায় বেশ কিছু AI features আছে। যেমন চাইলে prompt দিয়ে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড বা ড্রেস পরিবর্তন করতে পারবেন। আবার ভয়েস কমান্ডও দিতে পারবেন।

মেইন ক্যামেরার পারফরম্যান্সের ব্যাপারে বললে ছবির sharpness, details খুব ভালোই দিচ্ছে। তবে dynamic range হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তেমন wide আকারে দিচ্ছে না। ছবির কালারটা vibrant করে প্রেজেন্ট করে। 

ম্যাক্সিমাম মানুষ আসলে এই ধরনের ছবিই পছন্দ করে। তবে low light এ ছবি তোলার ক্ষেত্রে night mode অন করে নিলে ভালো হয়। তাছাড়া 8MP এর একটি Ultra-Wide শ্যুটার আছে।

তবে Realme 15 এর সেলফি ক্যামেরাটা বেশ সন্তুষ্ট করবে যারা সেলফি লাভার আছে তাদেরকে। বেশ ভালোই পোট্রেইট মোডের ছবি দেয়। ছবির sharpness, detail, skin tone, blarness ইত্যাদি সবকিছুই ঠিক রেখে ছবি দিতে পারে।

ফ্রন্ট আর ব্যাক দুই সাইডের ক্যামেরাই 4K@30fps এ ভিডিও রেকর্ড করতে পারে। মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। 

তবে ক্যামেরা সেকশনে এসে আমি একটা জিনিস এখানে মিস করছি সেটা হলো Telephoto Lens। এই প্রাইসের ফোনে একটা টেলিফটো ল্যান্স থাকবে এমনটা আশা করাই যায়। তবে ওরা আপনাকে 2x পর্যন্ত পোট্রেইট মোডে ছবি তোলার সুযোগ দিচ্ছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পারফরম্যান্স সেকশনে আসি।

Realme 15 এর পারফরম্যান্স কেমন

ফোনটি রান করছে Realme UI6.0 based on Android 15। এটিতে দুই বছরের মেজর আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে MediaTek Dimensity 7300+ রয়েছে এখানে। আমার মনে হয় আপনারা অনেকেই এই প্রসেসরটির ব্যাপারে জানেন।

এর চেয়ে কম দামের অনেক অফিসিয়াল ডিভাইসেও সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে একই প্রসেসর থাকলেও অন্যান্য ডিভাইসের তুলনায় Realme 15 এর পারফরম্যান্স অনেকটা বেটার কারণ এখানে 12GB RAM আছে। RAM Management যথেষ্ট ভালো। আবার UFS 3.1 storage type থাকায় ডাটা ট্রান্সফার রেট যথেষ্ট স্পিড।

🛒 ফোনটি কিনুন 

তবে ওভারঅল ভালো পারফর্ম করলেও 45000 টাকার একটা ফোনে আরেকটু বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল। আবার অনেক পরিমাণে ব্লুটওয়্যার আছে এখানে। আপনারা প্রয়োজন না হলে সব আনইন্সটল করে নিতে পারবেন।

আবারো বলছি RAM অনেক বেশি হওয়ায় মাল্টি টাস্কিংয়ে বেশ ভালো রেজাল্ট দেয়, App open and close টাইমও অনেক বেটার। আবার রেগুলার ব্যবহারে ফোনটি মোটেও খুব বেশি হিট জেনারেট করে না।

গেমিংয়ের ক্ষেত্রে একটু লোয়ার সেটিংসে গেম প্লে করলে খুব স্মুথ রেজাল্ট দেয়। পাবজির ক্ষেত্রে ফ্রেম রেট 75fps পর্যন্ত ধরে রাখতে পারছিল। Call up duty-র মতো গেমগুলোও প্লে করা যাচ্ছিল। তবে রেকর্ডিং অন করলে একটু প্যারা খেতে হবে। তবে একদমই যারা ডেডিকেটেড গেমার, তাদের জন্য ফোনটা না।

Also Read

ব্যাটারি ও চার্জিং 

7000mAh এর বিশাল ব্যাটারি আছে এটাতে, সাথে 80W এর চার্জিং। ফোনটা ফুল চার্জ করতে এক ঘন্টার মতো সময় লাগে। একদিনের সামান্য বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন।

সাথে Stereo speaker থাকায় সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। কানেক্টিভিটির ব্যাপারে বললে Realme 15 একটা 5G ফোন, Wifi 6 সাপোর্ট করে এবং Bluetooth 5.4 আছে। অর্থাৎ সবকিছুই লেটেস্ট বলা যায়।

তো এই ছিল Realme 15 ফুল রিভিউ। কমেন্টে জানান কেমন লাগল আর ফোনটির ব্যাপারে আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন। এই ডিভাইসের ভালো দিক যেমন আছে তেমনি কিছুটা কমতিও আছে। তাই সবকিছু দেখেশুনে নেওয়ার পরামর্শ থাকল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url