বাজেট ফোন কিনবেন? ১৫ হাজারে চলতি বছরের সেরা ৩ ফোন

পকেটের অবস্থা খারাপ যাচ্ছে, তাই না? কিন্তু একটা মোবাইল লাগবেই, স্মার্টফোন আর কি। তবে পিছিয়ে যাওয়ার একদমই কোন কারণ নেই। কারণ আপনার বাজেটের এই করুন অবস্থার কথা চিন্তা করে মার্কেটে পনের হাজারের নিচে সেরা তিনটি মোবাইল এভেইলেবল আছে। চলুন শুরু করা যাক।

১৫ হাজারের নিচে সেরা বাজেট স্মার্টফোন Tecno Spark 40C, Helio 45 এবং itel S25

তবে আর্টিকেল সম্পূর্ণটা পড়বেন। ভালো ব্যাপার হলো এই তিনটি ফোনই অফিসিয়াল। তবে ফোনগুলোর জন্য বাজেট বরাবর পনের হাজারের প্রয়োজন নেই। দশ হাজারের একটু উপরে এবং চৌদ্দ হাজারের আশেপাশে হলেই হবে। ওকে, তাহলে তিন নাম্বার ফোন থেকে শুরু করি।

Tecno Spark 40C - বাজেট ১২ হাজারের আশেপাশে থাকলে হবে



এর 4/128GB ভ্যারিয়েন্টটি 12499 টাকায় পাওয়া যাচ্ছে। নিচের বাটনে ক্লিক করে বর্তমান প্রাইস দেখে আসুন।

🛒 ফোনটির বর্তমান প্রাইস চেক করুন 


ফোনটি কেন কিনবেন? কেনার কারণ অনেক আছে। আপনাদের একে একে বলছি-

  • ✓ 6000mAh এর ব্যাটারি। আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। এই প্রাইসে সাধারণত এত বড় ব্যাটারিওয়ালা ক্যাপেবল ফোন পাওয়া যায় না।
  • ✓ 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে যার HD+ রেজ্যুলেশন।
  • ✓ 700nits এর Peak brightness আছে যার ফলে আউটডোরে ব্যবহারে তেমন অসুবিধা হবে না।
  • ✓ 120Hz এর হাই রিফ্রেশ রেট আছে। খুবই স্মুথ একটা ডিসপ্লে।
  • ✓ প্রসেসর হিসেবে আছে MediaTek Helio G81। ফোনটির প্রাইস অনুযায়ী যথেষ্ট ক্যাপেবল প্রসেসর এটি।
  • ✓ মেইন ক্যামেরা 13MP এর এবং ফ্রন্ট ক্যামেরা 8MP।
ফোনটির স্পেশাল ফিচার হলো এর 6000mAh এর বিশাল ব্যাটারি। আপনি রেগুলার ইউজার হয়ে থাকলে অনায়াসেই এক চার্জে দুইদিনের কাছাকাছি ব্যাকআপ পাবেন। আবার 18W এর ফাস্ট চার্জিংও সাপোর্ট করে।

প্রসেসর দৈনন্দিন যেসমস্ত কাজ আছে যেমন ওয়েব ব্রাউজিং, ফেসবুকিং, ইউটিউবিং ইত্যাদির জন্য একদমই পারফেক্ট। তাছাড়া টুকটাক 2D গেমগুলোও এই প্রসেসর দিয়ে খেলা যাবে। ক্যামেরার ব্যাপারে বলতে গেলে যথেষ্ট আলো থাকলে বেশ ভালোই ছবি দিতে পারে।

তাছাড়া ডুয়েল স্পিকারও পেয়ে যাবেন। সাধারণত এই প্রাইসে ডুয়েল স্পিকার দেওয়া ফোন পাওয়া যায় না। আবার ক্যামেরার তুলনায় এটি অনেক ফোন থেকে এগিয়ে থাকবে। আপনার আরো বিস্তারিত জানতে ইচ্ছে করলে Tecno Spark 40C এর ফুল রিভিউ দেখে আসুন।

🛒 ফোনটি কিনুন 


Helio 45 - এক কথায় সেরা

আপনার বাজেট যদি আর পাঁচশ টাকা বাড়ানো সম্ভব হয় মানে 13 হাজার টাকার আশেপাশে তাহলে চমৎকার একটি ডিভাইস আছে আপনার জন্য,‌ Helio 45। পনের হাজারের নিচে সেরা ফোনের তালিকায় এটি ২ নম্বরে অবস্থান করছে।


এই প্রাইসে ফোনটি বেশ ভালো কিছু অফার করছে। ফার্স্ট অফ অল, ফোনটি বেশ goog looking এবং এর 8/128GB ভ্যারিয়েন্টটি তের হাজারে পেয়ে যাচ্ছেন।

হাতে নিলে একধরনের প্রিমিয়াম ফিল দেয়। তাছাড়া -
  • ✓ 120Hz এর HD+ রেজ্যুলেশনের ডিসপ্লে।
  • ✓ 8HB RAM থাকায় হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন।
  • ✓ 50MP এর মেইন ক্যামেরা এবং 32MP এর ফ্রন্ট ক্যামেরা আছে। এই ধরনের ক্যামেরা সাধারণত পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোতে দেখা যায়।
  • ✓ Dual Speaker থাকায় সাউন্ড খুবই লাউড।
  • ✓ 5000mAh এর ব্যাটারি এবং 18W এর চার্জার।
  • ✓ প্রসেসর আগের ফোনটার মতোই MediaTek Helio G81। তবে এই ফোনটিতে আরো বেটার পারফরম্যান্স পাবেন কারণ এর RAM বেশি। আবার সফটওয়্যার পারফরম্যান্সও এই ফোনটাতে চমৎকার।
ওভারঅল, এর Helio 45 এর পারফরম্যান্স দেখলে কোনভাবেই আপনার মনে হবে না এটি আপনি তের হাজারে কিনেছেন। এবার প্রথম ফোনটির ব্যাপারে আসা যাক।

itel S25 ফোন - বাজেট কিং



এবার কথা বলা যাক সবার সেরা এক লিস্টের এক নাম্বার ফোনটির ব্যাপারে। এটাকে এক বিশাল খেলোয়াড় বলা যেতে পারে। itel S25 13990 টাকায় অর্থাৎ চৌদ্দ হাজারে পাওয়া যাচ্ছে। এই দামে এটি অফার করছে-
  • ✓ডিসপ্লেটি 120Hz এর AMOLED প্যানেল এবং Full HD+ রেজ্যুলেশন।
  • ✓এর পিক ব্রাইটনেস 1800nits, আউটডোরে কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করতে পারবেন।
  • ✓ 50MP এর মেইন ক্যামেরা, 32MP এর ফ্রন্ট ক্যামেরা।
  • ✓5000mAh এর ব্যাটারি এবং 18W এর চার্জার আছে। এই জায়গাটা তারা স্ট্যান্ডার্ড রেখেছে।
  • ✓ প্রসেসর হিসেবে আছে UNISOC T620 রয়েছে।
ডিসপ্লের ব্যাপারে কথা বললে ডিভাইসটির ডিসপ্লের চাইতে এই প্রাইসে বেটার ডিসপ্লে exist করে না। তবে কালার একটু বুস্ট করে। যার ফলে দেখতে ভালো লাগবে তবে কালার একুরেসিটা একটু কম হবে। বিশেষ করে যারা খুব বেশি ভিডিও দেখেন তাদের জন্য ডিসপ্লেটি এই দামে এককথায় টপ বলা যায়।

তবে প্রসেসর এর জায়গায় একটু ঘাটতি লক্ষ্য করা যায়। প্রসেসরটা আরেকটু বেটার দিতে পারত। ওভারঅল, এই ফোনটা তাদের জন্য যারা একটি গুড লুকিং ফোন চায়, যার ডিসপ্লে ভালো থাকতে হবে, আবার ক্যামেরাও ভালো হতে হবে।

তবে itel S25 এর এসব ঘাটতি পুষিয়ে দেওয়া হয়েছে তারই বড় ভাই itel S25 Ultra তে। নিচের বাটনে ক্লিক করে এই অসাধারণ ফোনটি চেক করে আসুন।

🛒 itel S25 Ultr প্রাইস চেক


ওভারঅল এই ছিল পনের হাজারের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন। যার বাজেট অনুযায়ী যেকোনটিই নিলে আপনি ঠকবেন না। তবে বাজেট পনের হাজার থেকে আরেকটু বাড়িয়ে itel S25 ultra নিতে পারলে কোন কথাই নেই।
Previous Post
No Comment
Add Comment
comment url