Xiaomi 15 ultra price in Bangladesh- অনেকেই বলছে ultimate camera phone!

অনেকেই বলছে Xiaomi 15 ultra নাকি আল্টিমেট ক্যামেরা ফোন। আসলেই, Xiaomi 15 ultra এর বিশাল সাইজের ক্যামেরার দিকে তাকালে মনে হবে ক্যামেরা ফোকাস করেই এটিকে বানানো হয়েছে। বেশ বড়সড় ক্যামেরা লেন্স।

Xiaomi 15 ultra price in Bangladesh
Xiaomi 15 ultra gorgeous look

Xiaomi এখানে স্পেশাল ক্যামেরা কিট যুক্ত করে ফটোগ্রাফির সুযোগ করে দিয়েছে স্যামসাং আল্ট্রা সিরিজের ফোনগুলোর মতো। তবে দু:খের বিষয় হলো বাংলাদেশ মার্কেটে এই ফোন অফিসিয়ালি লঞ্চ করা হয় নি। তার অর্থ হলো Xiaomi 15 ultra price in Bangladesh এই মুহূর্তে আপনারা জানতে পারছেন না। চলুন জেনে আসি শাওমির দাবি করা ফ্ল্যাগশিপ Xiaomi 15 ultra এর ফুল স্পেসিফিকেশস।  

তবে শাওমির ভাষ্য অনুযায়ী তারা অবশ্যই তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ করবে। তারপর Xiaomi 15 ultra price in Bangladesh কত জানা যাবে। তবে দাম যে খুব একটা আয়ত্তে ভিতর থাকবে সেটা ভাবার কোন দরকার নেই। কারণ খুব সেরা করেই সবকিছু ভরপুর দিয়েই Xiaomi 15 ultra লঞ্চ করা হয়েছে।

Xiaomi 15 ultra price in BD (Variant)

Price
12/256 GB
12/512GB
16/1TB
এখনো লঞ্চ হয় নি

Features                                  
Details
Processor Qualcomm Snapdragon 8 Elite
Battery 6000 mAh (Chinese Variant),
5410mAh (Global Variant)
Charging90W
Display Size 6.73-inch, 1440 × 3200 Pixel 
Display Type AMOLED 
Refresh Rate 120Hz, HDR 10+ support
Peak brightness 3200 nits
Storage Type UFS 4.1
Screen Protector Xiaomi shield 2.0
Body frame Rear Panel: Glass built (Aerospace-grade)
Body Frame: Aluminum built
Camera Main Camera: 50MP +OIS
Ultra-wide: 50MP (কমতি)
Telephoto: 50MP + OIS + 3x optical zoom
Periscope Telephoto: 200MP + OIS
Front Camera: 32MP

Speaker Stereo
Operating System Android 15 + 4 year major update, HyperOS 2.O
3.5mm Headphone jack No
IR Blaster sensor Yes
Network Support 4G/5G
SIM Cards Nano-SIM 
SD Card Support No
Fingerprint Sensor Under-display 
Protection Rating IP68
Video 8K@30fps

ক্যামেরার বিষয়ে Xiaomi 15 ultra কে তুলনা করা যায় আল্টিমেট ক্যামেরা ফোন VIVO X200 এর সাথে, সেম সেন্সরই ব্যবহার করা হয়েছে দুইটিতে। তবে Xiaomi এখানে 4.3x periscope Optical Zoom lens দিয়েছে যা VIVO থেকে খানিকটা বেশি।

তাহলে এর ক্যামেরা পারফরম্যান্স কেমন? সেটা আর বলার দরকার নেই। একদমই ফ্ল্যাগশিপ লেভেলের যেহেতু ক্যামেরাকে টার্গেট করেই Xiaomi 15 ultra বানানো হয়েছে। তবে এর শাটার স্পিডটা খানিকটা স্লো মনে হয়েছে। চাইলে আরেকটু ফাস্ট করা যেত।

ছবির color tune একদমই ন্যাচারাল যদিও সামান্য vibrant করে প্রেজেন্ট করছে, তবে দেখতে যাস্ট ওয়াও। ছবিতে detail এর পরিমাণ খুবই ভালো। মেইন ক্যামেরার contrast lens ভালো সেই সাথে Dynamic range হ্যান্ডেলে যথেষ্ট wider। তবে ক্যামেরার heavy exposure বা highlight সেকশনে হয়তো আরেকটু বেটার করতে পারত Xiaomi।

একটা জায়গায় Xiaomi 15 ultra এই মুহূর্তে যেকোন Smartphone থেকে এগিয়ে থাকবে সেটা হলো এর সেন্সর সাইজ খুব বড় হওয়ায় কোন ক্লোজ সাবজেক্টের ছবি তুলতে গেলে ব্যাকগ্রাউন্ডে একটা ব্লারনেস চলে আসে। যেটা মূলত DSLR এ পাওয়া যায়। তাছাড়া যেকোন লাইটিং কন্ডিশনে এটা থেকে স্মুথ এবং ব্রাইট ছবি পাবেন।

Ultra-wide শ্যুটারও কিন্তু 50MP এর। তবে এখানে Samsung এর সেন্সর ব্যবহার করা হয়েছে। আল্ট্রা ওয়াইড এবং মেইন ক্যামেরা দুইটা সেন্সরেরই কিন্তু ইমেজ প্রায় একই আসে। তবে স্বাভাবিকভাবেই আল্ট্রাওয়াইড ফটোতে ডিটেইলের পরিমাণ সামান্য কম।

পোট্রেইট মোডের ছবিগুলো কোন প্রশ্ন ছাড়াই দারুন আসে। 4.3x পর্যন্ত অপটিক্যাল জুম পাওয়া যাবে এখানে কোন ডিটেইল না হারানো ছাড়াই। তবে 6x পর্যন্ত জুম করে ছবি নেওয়া যায়, ঐগুলোও ভালো লাগবে। কিন্তু এক্ষেত্রে একটু সফটনেস হারাতে হবে। তবে পেরিস্কোপ জুমলেন্সটা দিয়ে অনেক দূর পর্যন্ত ছবি নিতে পারবেন।

ফ্রন্ট ক্যামেরাটা পর্যাপ্ত লাইট থাকলে একদম ডিসেন্ট ছবি দিতে পারছে।

ভিডিও কোয়ালিটির বেলায় বললে এর প্রত্যেকটা লেন্স দিয়েই 8K@30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে 4K@60fps এর ভিডিওগুলা আরো বেশি জোস দেখায়।

তবে Xiaomi কি শুধুই ক্যামেরায় ফোকাস করছে, পারফরম্যান্স দেখছে না? উত্তর হলো, না। কারণ এখান ফ্ল্যাগশিপ লেভেলের সর্বোচ্চ প্রসেসর Snapdragon 8 Elite দেওয়া হয়েছে। আবার স্টোরেজ টাইপ রয়েছে 4.1। অর্থাৎ এখান থেকে খুব স্মুথলি ডাটা অন্য কোথাও ট্রান্সফার করতে পারবেন।

প্রসেসর পরীক্ষার জন্য হাই সেটিংসে পাবজি খেলতে গিয়েও কোন পারফরম্যান্স ড্রপ দেখি নি। তবে হেভি ইন্টারনেট ব্যবহার করে এমন অ্যাপ্লিকেশন ব্যবহার করলে মোবাইল যথেষ্ট হিট হয়, প্রায় 41°C এর মতো। এর পাশাপাশি আরো কয়েকটা গেম প্লে করা হয়েছে। যথেষ্ট ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপেরিয়েন্স আপনি পাবেন।

তবে একদমই গেমিংয়ের জন্য ডেডিকেটেড ফোনগুলোর সাথে তুলনা করতে যাবেন না। কারণ ঐ ফোনগুলোকে শুধু গেমিংয়ের জন্য ডিজাইন করেই বানানো হয়েছে। তবে গেমিংয়ের জন্য নিতে চাইলেও Xiaomi 15 ultra রিকমেন্ডেড থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url