Redmi Turbo 4 pro price in Bangladesh; 7550mAh ব্যাটারি!

রিসেন্টলি 2025 এর এপ্রিলে বাংলাদেশ মার্কেটে বিশাল দাম নিয়ে লঞ্চ হয়েছে  Redmi Turbo 4 pro, তবে মাত্র একটা ভ্যারিয়েন্ট অর্থাৎ 12/256GB ভ্যারিয়েন্টেই লঞ্চ হয়েছে। Redmi এর ফোনগুলো বাংলাদেশে এমনিতেই জনপ্রিয়।

Redmi Turbo 4 pro price in Bangladesh
Redmi Turbo 4 pro colour variant

তবে এত দাম রাখার পরেও ফোনটির কিছু কমতির জায়গা আছে। সব জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। চলুন তাহলে দেখে আসি Redmi Turbo 4 pro price in Bangladesh


Redmi Turbo 4 pro price in Bangladesh price in BD (Variant)

Price
12/256 GB
49,000 টাকা


Features                                  
Details
Processor Qualcomm Snapdragon 8s gen 4 (4nm)
Battery 7550 mAh
Charging90W
Display Size 6.83-inch
Display Type AMOLED (HDR 10++ Widevine)
Refresh Rate 120 Hz
Peak Brightness 3200 nits
Screen Protector Gorilla Glass
Storage Type UFS 4.1
Rear Panel Glass built + Aluminum Alloy
Camera Main Camera: 50MP 
Ultra-Wide: 8MP
Selfie Camera: 20MP (telephoto lens নেই। তবে এই প্রাইসে দেওয়া উচিত ছিল)
Speaker Dual stereo speaker
Operating System Android 15, HyperOS 2
3.5mm Headphone jack No
Network Support 5G/4G
SIM Cards Dual Nano-SIM
SD Card Support No
Fingerprint Sensor Under-Display
Protection Rating IP68 (পানিতে হালকা চুবাতে পারেন), তবে IP69 দেওয়া উচিত ছিল
Video মেইন ক্যামেরা দিয়ে 4K@60fps ভিডিও করতে পারবেন আর Selfie ক্যামেরা দিয়ে 1080p@30fps

Redmi Turbo 4 pro এর প্রসেসর কি ঠিক আছে?

49000 টাকার একটা ফোনে Qualcomm Snapdragon 8s gen 4 প্রসেসর ব্যবহার করলে আমার মনে হয় প্রসেসর ঠিকঠাক আছে। এই প্রসেসর দিয়ে High fps এ গেম প্লে করতে পারবেন পাবজি বা কল অফ ডিউটির মতো গেম গুলো। 

প্রসেসরটি খুব বেশি ব্যাটারি বার্ন করে না আবার তেমন একটা হিটও জেনারেট করে না। একসাথে অনেকগুলো ভারি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু 12GB RAM এবং RAM management-ও অনেক ভালো।

Redmi Turbo 4 pro এর এত বিশাল ব্যাটারি!

আমার মনে হয় Redmi Turbo 4 pro ফোনটাই বানানো হয়েছে ব্যাটারির দিকে ফোকাস করে। 7550mAh এর ব্যাটারি, আপনি যদি মডারেট ইউজার হোন তাহলে অনায়াসেই দুই দিন পার করতে পারবেন। আর যদি গেমার টাইপের হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এক বা দেড় দিন পার করতে পারবেন। এই বিশাল ব্যাটারিটিকে চার্জ করার জন্য আছে 90W এর ফাস্ট চার্জার।

Redmi Turbo 4 pro এর ক্যামেরা কেমন?

এই‌ ফোনটার আসল। কমতির জায়গা হলো এর ক্যামেরা। আমরা এখন 30 থেকে 35 হাজার টাকার ফোনেও 13MP এর Ultra-Wide এবং 32MP এর ফ্রন্ট ক্যামেরা দেখে থাকি। কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে 8MP এর Ultra-Wide আর 20MP এর ফ্রন্ট ক্যামেরা। যেটি এই বাজেটে অনেক কম মনে হয়েছে। তবে এখানে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 4.1 এবং এটি খুবই স্ট্যান্ডার্ড।

ক্যামেরায় এত কম দিয়েও Telephoto lens দিলে হয়ে যেত। মোটামুটি balanched হতো। কিন্তু এখানে Telephoto lens ও দেওয়া হয় নি।

Redmi Turbo 4 pro এর ডিসপ্লে

আজকাল মিড রেঞ্জের সব ফোনেই 120Hz রিফ্রেশ রেট থাকে এবং AMOLED প্যানেল হয়ে থাকে। Redmi Turbo 4 pro ফোনেও তাই দেওয়া আছে। তবে ক্যামেরায় যেহেতু কম দেওয়া হয়েছে ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। 144Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে আসলে এর চেয়ে কম দামি অনেক ফোনেও দেখা যায়।

তবে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন অনেক ভালো। যথেষ্ট vibrant টাইপের কালার দিয়ে থাকে। Video বা content দেখায় অনেক ভালো experience পাবেন। তাছাড়া ডিসপ্লের side bezel-ও অনেক সরু।

সর্বোপরি, Redmi Turbo 4 pro যদি নিতে চান তাহলে এখন নেওয়াটা কখনো বুদ্ধিমানের কাজ হবে না। আরো কয়েকদিন যাক দাম কমুক, তারপর নিবেন। হয়তো দাম কমলে প্রাইস অনুযায়ী সব কোয়ালিটি ব্যালেন্সের দিকে আসতে পারে।

Previous Post
No Comment
Add Comment
comment url